Poll of Exit Polls 2022: উত্তরপ্রদেশে কি ফের গেরুয়া-ঝড়? বাকি চার রাজ্যে কী হবে? কী ইঙ্গিত অন্যান্য বুথ ফেরত সমীক্ষায়
Poll of Exit Polls 2022:সমীক্ষাগুলি উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে বিজেপিকে সামান্য হলেও এগিয়ে রাখা হয়েছে। তবে কংগ্রেসও ক্ষমতার দৌড়ে কোনওভাবেই পিছিয়ে নেই
নয়াদিল্লি: দেশের পাঁচ রাজ্যে বিধানসভার ভোটগ্রহণ আজই সম্পন্ন হয়েছে। বিভিন্ন বুথফেরত সমীক্ষাতে শক্তি খুইয়ে উত্তরপ্রদেশে ফের বিজেপিরই ক্ষমতায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। পঞ্জাবে প্রথমবার আম আদমি পার্টির মসনদে আসীন হওয়ার ইঙ্গিতও বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায়। সমীক্ষাগুলি উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে বিজেপিকে সামান্য হলেও এগিয়ে রাখা হয়েছে। তবে কংগ্রেসও ক্ষমতার দৌড়ে কোনওভাবেই পিছিয়ে নেই, এমনই পূর্বাভাস উঠে এসেছে সমীক্ষাগুলিতে।
পাঁচটি বুথ ফেরত সমীক্ষার গড় করলে গোয়াতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে। সমীক্ষাগুলির ইঙ্গিত, কংগ্রেস বা বিজেপি-কোনও দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২১ আসন পাবে না। অর্থাৎ, ত্রিশঙ্কু হচ্ছে গোয়া বিধানসভা ফল। অন্যদিকে pollsters জানাচ্ছে, মণিপুরে সবচেয়ে বেশি আসন পেতে পারে বিজেপি এবং তারাই ওই রাজ্যে পরপর দ্বিতীয়বার সরকার গড়তে চলেছে।
পাঞ্জাব
বিভিন্ন বুথ ফেরত সমীক্ষাতেই পাঞ্জাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির বড়সড় জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইন্ডিয়া টুডের একটি এক্সিট পোলে ১১৭ আসন বিশিষ্ট পাঞ্জাব বিধানসভায় আপ ৭৬-৯০ আসন পাবে বলে ইঙ্গিত দেওযা হয়েছে। পোলস্ট্যাটের বুথফেরত সমীক্ষায় যদিও পাঞ্জাবে আপ ৫৬-৬১ আসন জিতবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে আপ-ই। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই ক্ষমতাসীন কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকতে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। AXIS MY INDIA’র EXIT POLL’এ ইঙ্গিত,পাঞ্জাবে আম আদমি পার্টি ৭৬ থেকে ৯০টি আসনে জয়ী হতে পারে।কংগ্রেস জয়ী হতে পারে মাত্র ১৯ থেকে ৩১টি আসনে।শিরোমণি অকালি দল ৭ থেকে ১১, বিজেপি ও অমরিন্দর সিংহের জোট ১ থেকে ৪ এবং অন্য দলগুলি সর্বোচ্চ ২টি আসনে জিততে পারে।
JAN KI BAAT’এর EXIT POLL-এ ইঙ্গিত,পাঞ্জাবে আম আদমি পার্টি ৬০ থেকে ৮৪টি আসনে জিততে পারে।কংগ্রেস জিততে পারে ১৮ থেকে ৩১টি আসনে।১২ থেকে ১৯টি আসন যেতে পারে শিরোমণি অকালি দলের ঝুলিতে।এছাড়া বিজেপি জোট ১ থেকে ৬,অন্যরা ৩ থেকে ৭টি আসনে জয়ী হতে পারে।
P-MARQ’এর EXIT POLL’এ ইঙ্গিত,পাঞ্জাবে ৬২ থেকে ৭০টি আসনে জিততে পারে আম আদমি পার্টি।২৩ থেকে ৩১টি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে।১৬ থেকে ২৪টি আসনে জিততে পারে শিরোমণি অকালি দল।বিজেপি-অমরিন্দর সিংহের জোট জিততে পারে ১ থেকে ৩টি আসনে।
TODAY'S CHANAKYA’র বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, পাঞ্জাবের ১১৭টা আসনের মধ্যে আম আদমি পার্টি ১০০টা,কংগ্রেস ১০টা,শিরোমণি আকালি দল ৬টা এবং বিজেপি-অমরিন্দর সিংহের জোট ১টা আসনে জিততে পারে।
GROUND ZERO RESEARCH’এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, পঞ্জাবে কংগ্রেস পেতে পারে ৪৯ থেকে ৫৯টা আসন। আম আদমি পার্টি পেতে পারে ২৭ থেকে ৩৭টা আসন। শিরোমণি আকালি দল ২০ থেকে ৩০টা, বিজেপি-অমরিন্দর সিংহের জোট ২ থেকে ৬টা এবং অন্যান্য দল ১ থেকে ৩টে আসন পেতে পারে।
পঞ্জাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬৯ আসন ।
উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডে বুথফেরত সমীক্ষাগুলিতে কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। নিউজ ২৪ চাণক্য বুথ ফেরফেরত সমীক্ষায় দুই দলের সমানে-সমানে লড়াই হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। Matrize অনুসারে, বিজেপি জিততে পারে ৩১ আসনে। কংগ্রেস জিততে পারে ৩৫ আসনে। আম আদমি পার্টি ২ আসনে জিততে পারে।
CNX’এর EXIT POLL অনুযায়ী,২৪ থেকে ৩২টি আসনে জিততে পারে কংগ্রেস।বিজেপি জিততে পারে ৩৫ থেকে ৪৩টি আসনে।২-৪টি আসনে জিততে পারে অন্যরা।
POLSTRAT’এর EXIT POLL-এ ইঙ্গিত, উত্তরাখণ্ডে ৩৩ থেকে ৩৫টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস।বিজেপি জিততে পারে ৩১ থেকে ৩৩টি আসনে।আম আদমি পার্টি সর্বোচ্চ ৩ এবং অন্যরা সর্বাধিক ২টি আসনে জিততে পারে।
GROUND ZERO RESEARCH’এর EXIT POLL-এ ইঙ্গিত,উত্তরাখণ্ডে ৩৭ থেকে ৪১টি আসনে জিততে পারে কংগ্রেস।বিজেপি জিততে পারে ২৫ থেকে ২৯টি আসনে।২ থেকে ৪টি আসনে জয়ী হতে পারে অন্যরা।
ভেটো-র Exit poll অনুযায়ী,উত্তরাখণ্ডে কংগ্রেস জিততে পারে ৩১টি আসনে।বিজেপি জয়ী হতে পারে ৩৭টি আসনে।আম আদমি পার্টি ১ এবং অন্যরা ১টি আসনে জয়ী হতে পারে।
AXIS MY INDIA’এর EXIT POLL-এ ইঙ্গিত উত্তরাখণ্ডে ২০ থেকে ৩০টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস।৩৬ থেকে ৪৬টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি।২ থেকে ৪টি আসনে BSP,অন্যরা ২ থেকে ৫টি আসনে জয়ী হতে পারে।
উত্তরাখণ্ডে সরকার গঠনের ম্যাজিক ফিগার ৩৫।
গোয়া
Goa Exit Polls 2022: কোন পথে গোয়া? এবার কুর্সিতে কে? কী বলছে এক্সিট পোল?
গোয়ায় বিজেপি ও কংগ্রেসের মধ্যে কড়া টক্করের ইঙ্গিত রয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলিতে। টাইমস নাউ এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ১৬ আসন , বিজেপি পেতে পারে ১৪ আসন। আপ পেতে পারে ৪ আসন। সমীক্ষক সংস্থা CNX-এর Exit poll অনুযায়ী গোয়ায় ১৬ থেকে ২২টি আসনে জিততে পারে বিজেপি।কংগ্রেস জোট জয়ী হতে পারে ১১ থেকে ১৭টি আসনে।১ থেকে ২টি আসন যেতে পারে MGP-তৃণমূল জোটের দখলে।আম আদমি পার্টি সর্বোচ্চ ২, অন্যরা ৪ থেকে ৫টি আসনে জয়ী হতে পারে।
ভেটো-র Exit poll-এ ইঙ্গিত গোয়ায় বিজেপি জিততে পারে ১৪টি আসনে,১৬টি আসন যেতে পারে কংগ্রেস জোটের দখলে।আম আদমি পার্টি ৪ এবং অন্যরা ৬টি আসনে জয়ী হতে পারে।
JAN KI BAAT’এর EXIT POLL-এ ইঙ্গিত গোয়ায় বিজেপি জিততে পারে ১৩ থেকে ১৯টি আসনে, ১৪ থেকে ১৯টি আসন যেতে পারে কংগ্রেস জোটের দখলে।MGP-তৃণমূল জোট জিততে পারে ৫ থেকে ৯টি আসনে। ১ থেকে ২টি আসন পেতে পারে আম আদমি পার্টি। অন্যরা ৪ থেকে ৮টি আসনে জয়ী হতে পারে।
GROUND ZERO RESEARCH’এর EXIT POLL-এ ইঙ্গিত,গোয়ায় ১০ থেকে ১৪টি আসনে জিততে পারে বিজেপি।২০ থেকে ২৫টি আসনে জিততে পারে কংগ্রেস জোট।MGP-তৃণমূল জোট জিততে পারে ৩ থেকে ৫টি আসনে।এছাড়া আম আদমি পার্টি সর্বোচ্চ ১টিএবং অন্যরা ১ থেকে ৩টি আসনে জয়ী হতে পারে বলে ইঙ্গিত।
গোয়াতে সরকার গঠনের ম্যাজিক ফিগার ২১
মণিপুর
ইন্ডিয়ান নিউজ-জন কি বাত-এর এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী, বিজেপি মণিপুরে পেতে পারে ২৩ থেকে ২৮ আসন। কংগ্রেস ও তার শরিক দলগুলি পেতে পারে ১৪-১০ আসন। এনপিপি পেতে পারে ৭-৮ আসন। এনপিএফ পেতে পারে ৫-৮ আসন। GROUND ZERO RESEARCH’এর EXIT POLL-এর Exit poll অনুযায়ী,মণিপুরে বিজেপি ২৬ থেকে ৩১টি আসনে জয়ী হতে পারে।কংগ্রেস ও তাদের সহযোগীরা পেতে পারে ১২ থেকে ১৭টি আসন।৬ থেকে ১০টি আসনে জিততে পারে NPP । NPF-এর ঝুলিতে যেতে পারে ২ থেকে ৬টি আসন।অন্যরা ৩ থেকে ৬টি আসনে জিততে পারে বলে ইঙ্গিত।
DESIGN BOXED’এর EXIT POLL-এ ইঙ্গিত,মণিপুরে ৩২ থেকে ৩৮টি আসনে জয়ী হতে পারে বিজেপি।১২ থেকে ১৭টি আসন যেতে পারে কংগ্রেস ও তাদের সহযোগীদের দখলে।এনপিএফ ৩ থেকে ৫,এনপিপি ২ থেকে ৪ এবং অন্যরা ২ থেকে ৫টি আসনে জয়লাভ করতে পারে বলে Exit poll-এ ইঙ্গিত।
AXIS MY INDIA’এর EXIT POLL-এ ইঙ্গিত,উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপি ৩৩ থেকে ৪৩টি আসনে জয়ী হতে পারে। ৪ থেকে ৮টি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে।মণিপুরের অন্য দলগুলি জিততে পারে ১০ থেকে ২৩টি আসনে।
JAN JI BAAT’এর EXIT POLL অনুযায়ী,মণিপুরে ২৩ থেকে ২৮টি আসনে জয়ী হতে পারে বিজেপি।কংগ্রেস ও তাদের সহযোগীদের দখলে যেতে পারে ১০ থেকে ১৪টি আসন।NPF ৫ থেকে ৮, এনপিপি ৭ থেকে ৮,JDU ৫ থেকে ৭টি আসনে জিততে পারে।২ থেকে ৩টি আসনে জিততে পারে অন্য দলগুলি।
মণিপুরে সরকার গঠনের ম্যাজিক ফিগার ৩১
উত্তরপ্রদেশ
বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে ফের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২০২ আসন। AXIS MY INDIA’এর এক্সিট পোলে ইঙ্গিত, উত্তরপ্রদেশের ৪০৩টে আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৮৮ থেকে ৩২৬টা আসন। ৭১ থেকে ১০১টা আসনে জিততে পারে সমাজবাদী পার্টি-RLD জোট। মায়াবতীর BSP পেতে পারে ৩ থেকে ৯টা আসন। কংগ্রেস জিততে পারে ১ থেকে ৩টে আসনে। অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে ২ থেকে ৩টে আসন।
POLSTRAT’এর Exit poll-এ ইঙ্গিত, উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২১১ থেকে ২২৫টি আসনে জিততে পারে গেরুয়া শিবির।সমাজবাদী পার্টি-RLD জোট ১৪৬ থেকে ১৬০টি আসনে জয়ী হতে পারে।১৪ থেকে ২৪টি আসনে জিততে পারে বিএসপি।৪ থেকে ৬টি আসনে জয়লাভ করতে পারে কংগ্রেস।
MATRIZE’এর Exit poll-এ ইঙ্গিত,উত্তরপ্রদেশে ২৬২ থেকে ২৭৭টি আসনে জয়ী হতে পারে বিজেপি।১১৯ থেকে ১৩৪টি আসন জিততে পারে সমাজবাদী পার্টি-আরএলডি জোট,৭ থেকে ১৫টি আসন পেতে পারে বহুজন সমাজ পার্টি।কংগ্রেস ৩ থেকে ৮টি আসনে জয়ী হতে পারে।
P-MARQ’এর Exit poll অনুযায়ী,উত্তরপ্রদেশে ২৪০টি আসনে জিততে পারে বিজেপি।১৪০টি আসনে জয়ী হতে পারে সমাজবাদী পার্টির জোট ,বিএসপি ১৭, কংগ্রেস ৪টি আসনে জয়ী হতে পারে বলে Exit poll-এ ইঙ্গিত।
ETG RESEARCH’এর Exit poll অনুযায়ী,২৩০ থেকে ২৪৫টি আসনে জিততে পারে বিজেপি ও তার সহযোগীরা।সমাজবাদী পার্টির জোট ১৫০ থেকে ১৬৫টি আসনে জয়ী হতে পারে।৫ থেকে ১০টি আসন যেতে পারে বিএসপির ঝুলিতে।২ থেকে ৬টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস।
JAN KI BAAT’এর Exit poll-এ ইঙ্গিত, উত্তরপ্রদেশে ২২২ থেকে ২৬০টি আসনে জিততে পারে বিজেপি।সমাজবাদী পার্টির জোট পেতে পারে ১৩৫ থেকে ১৬৫টি আসন।বিএসপি জয়ী হতে পারে ৪ থেকে ৯টি আসনে।কংগ্রেস ১ থেকে ৩টি আসন জিততে পারে।
VETO’এর সমীক্ষা অনুযায়ী,উত্তরপ্রদেশে বিজেপি ও তার সহযোগীরা ২২৫টি আসনে জিততে পারে।১৫১টি আসন দখল করতে পারে সমাজবাদী পার্টির জোট।বিএসপি জয়ী হতে পারে ১৪টি আসনে।৯টি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে।অন্যরা ৪টি আসনে জয়ী হতে পারে বলে ইঙ্গিত Exit poll-এ।
CNX’এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপি ২৪০ থেকে ২৫০টা আসনে জিততে পারে।সমাজবাদী পার্টির জোটের ঝুলিতে যেতে পারে ১৪০ থেকে ১৫০টা আসন।BSP জিততে পারে ৬ থেকে ১২টা আসনে। কংগ্রেস ২ থেকে ৪টে এবং অন্যান্য দল সর্বোচ্চ ২টো আসনে জিততে পারে।
Ground Zero Research’এর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে ১৮০ থেকে ২২০টা আসন। সমাজবাদী পার্টির জোট ১৬৮ থেকে ২০৮টা আসনে জিততে পারে।BSP ২ থেকে ১২টা, কংগ্রেস ২ থেকে ৮টা এবং অন্যান্যর ঝুলিতে ২ থেকে ৪টে আসন যেতে পারে।