WHO on Indian Cough Syrup: WHO-এর স্ক্যানারে ভারতে তৈরি কাশির সিরাপ, কারণ কি গাম্বিয়ার শিশুমৃত্যু?
WHO Probe: ভারতীয় সংস্থার তৈরি ওই কাশির সিরাপ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নয়াদিল্লি: বিশ্ব স্বাস্থ্য় সংস্থার স্ক্যানারে একটি ভারতীয় সংস্থার তৈরি কাশির সিরাপ। সম্প্রতি আফ্রিকার গ্যাম্বিয়ায় ৬৬ জন শিশু মারা গিয়েছে। সূত্রের খবর, তারপরেই ভারতীয় সংস্থার তৈরি ওই কাশির সিরাপ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)।
WHO issued a medical product alert on 4 cough & cold syrups made by India's Maiden Pharmaceuticals, potentially linking it to acute kidney injuries & 66 deaths among children in Gambia, conducting further investigation with the company ®ulatory authorities: Reuters quoting WHO
— ANI (@ANI) October 5, 2022
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি সাবধান বার্তা দেওয়া হয়েছে। সেখানে ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থা মেইডেন ফার্মাসিউটিক্যালস (Maiden Pharmaceuticals)-এর তৈরি চারটি কাফ সিরাপ সম্পর্কে সাবধান করা হয়েছে। ওই শিশুদের মৃত্যর সঙ্গে এই কাশির সিরাপের কোনওরকম যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে ওই কাশির সিরাপ গাম্বিয়া ছাড়াও আরও কিছু দেশে পাঠানো হয়েছে, তাই অন্য দেশগুলির জন্যও সাবধানবার্তা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়ুস জানিয়েছেন যে ওই চারটি কাফ সিরাপের সঙ্গে কিডনি সংক্রান্ত সমস্যা এবং ৬৬জন শিশুর মৃত্যুর যোগাযোগ থাকতে পারে।
"WHO has today issued a medical product alert for four contaminated medicines identified in #Gambia that have been potentially linked with acute kidney injuries and 66 deaths among children. The loss of these young lives is beyond heartbreaking for their families"-@DrTedros
— World Health Organization (WHO) (@WHO) October 5, 2022
কোন কাফ সিরাপ নিয়ে সাবধানবার্তা:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ওই সংস্থার তৈরি প্রোমেথাজিন ওরাল সলিউশন (Promethazine Oral Solution), কোফেক্সম্যালিন বেবি কাফ সিরাপ (Kofexmalin Baby Cough Syrup), ম্যাকফ বেবি সিরাপ ( Makoff Baby Cough Syrup) এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ (Magrip N Cold Syrup)।-এই চারটি নিয়ে সাবধানবার্তা দেওয়া হয়েছে।
এর আগেই গ্যাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রক সেদেশের হাসপাতালগুলিকে এই সিরাপ ব্যবহার করতে নিষেধ করেছিল। তদন্তও শুরু হয়েছিল। হু-এর তরফে জানানো হয়েছে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন-এর থেকে জানা গিয়েছে যে ওই ওষুধগুলি একমাত্র গ্যাম্বিয়াতেই পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: নজরে লোকসভা '২৪, মমতার পদাঙ্কই অনুসরণ কেসিআর-এর, মোদিকে টেক্কা দিতে বড় পদক্ষেপ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )