Indian Navy:১ মাসে দু'বার! জলদস্যুর হাতে পণবন্দি ভেসেল উদ্ধারে 'সাফল্য' ভারতীয় নৌসেনার
Indian Navy Warship Sumitra:আইএনএস চেন্নাইয়ের পর আইএনএস সুমিত্রা! ফের জলদস্য়ুদের হাত থেকে বিদেশের পতাকাবাহী ভেসেল উদ্ধারে সাফল্য ভারতীয় নৌবাহিনীর।
নয়াদিল্লি: আইএনএস চেন্নাইয়ের পর আইএনএস সুমিত্রা (Indian Navy Rescues Iranian Flagged Vessel)! ফের জলদস্য়ুদের হাত থেকে বিদেশের পতাকাবাহী ভেসেল উদ্ধারে সাফল্য ভারতীয় নৌবাহিনীর। পরে নৌসেনার মুখপাত্র জানান, পণবন্দি ভেসেলটির সব যাত্রীকে অক্ষত উদ্ধার করা গিয়েছে।
কী হল?
সোমালিয়ার পূর্ব উপকূল এবং আডেন উপসাগরে জলদস্যুদের আক্রমণ মোকাবিলার জন্যই মোতায়েন ছিল আইএনএস সুমিত্রা। ভারতীয় নৌবাহিনীর দাবি, তখনই ইরানের পতাকাবাহী ভেসেল 'ইমান' থেকে আপৎকালীন সাহায্য চেয়ে বার্তা আসে। ভারতীয় নৌসেনার মুখপাত্র বিবেক মাধওয়াল বলেন, 'কর্মী-সহ ভেসেলটিকে পণবন্দি করা হয়।' সাহায্য চেয়ে সঙ্কেতবার্তা আসতেই আইএনএস সুমিত্রা এসওপি মেনে পদক্ষেপ করে। পণবন্দি-সহ ভেসেলটিকে মুক্তি দিতে বাধ্য করে ভারতীয় নৌসেনার এই যুদ্ধজাহাজ। ভেসেলের ১৭ জন কর্মী এবং নৌকোটি অক্ষত উদ্ধার হয়েছে বলেও জানান ভারতীয় নৌসেনার মুখপাত্র । পরে নিয়ম মেনে সেটির তল্লাশি চালানো হয়। পরবর্তী যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি মাসের গোড়ার দিকে সোমালিয়ার উপকূল থেকেই ১৫ জন ভারতীয়-সহ 'MV Lila Norfolk' বাণিজ্য়িক ভেসেলের ২১ জন কর্মীকে উদ্ধার করে আইএনএস চেন্নাই।
আগেও উদ্ধার নৌসেনার...
নতুন বছরের গোড়ার দিকে ভারতীয় নৌসেনার তরফে এক্স হ্যান্ডেলের পোস্ট দিয়ে জানানো হয়েছিল বিষয়টি। ৫-৬ জন পরিচয়হীন বন্দুকধারী ভেসেলে উঠে পড়েছে বলে সে বার বাণিজ্যিক কাজে পাড়ি দেওয়া ভেসেলটি 'ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন'-এ বিপদসঙ্কেত পাঠায়। দিনটি ছিল ৪ জানুয়ারি। সেই বার্তা পৌঁছয় ভারতীয় নৌসেনার কাছে। নজরদারির দায়িত্বে থাকা আইএনএস চেন্নাইয়ের অভিমুখ ঘোরানোর সিদ্ধান্ত নিতে দেরি করেননি নৌসেনা কর্তৃপক্ষ। সাহায্য়ের জন্য সমুদ্রের জল কেটে এগোতে শুরু করে নৌসেনার ডেস্ট্রয়ার। প্রথমে নৌবাহিনীর হেলিকপ্টার উড়ে গিয়ে ভেসেলটির সঙ্গে সংযোগ স্থাপন করে। জাহাজ খালি করতে বলা হয় ছিনতাইকারীদের। তার পর মূল অভিযান। ভারতীয় নৌবাহিনীর অত্য়ন্ত দক্ষ MARCO বাহিনী নিশ্চিত করে, যে জাহাজে কোনও জলদস্যু নেই। যে ভাবে উত্তর আরব সাগরের জলরাশির মধ্যে বাণিজ্যিক ভেসেলটিকে ইন্টারসেপ্ট করে ছিনতাইকারীদের সেটি খালি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তাতে ভয় পেয়েই সম্ভবত ভেসেল ছেড়ে পালায় তারা। ভেসেলে বিদ্যুৎ সংযোগ ফেরানো ও তা নতুন করে চালু করার চেষ্টা করতে সাহায্য করা হচ্ছে বলে জানায় ভারতীয় নৌবাহিনী। সেই সাফল্যের পর, এক মাসের মধ্যে ফের দ্বিতীয় সাফল্য।
আরও পড়ুন:শিষ্যকে 'জুতোপেটা' রাহাত ফতেহ আলি খানের! ভিডিও ভাইরাল হতেই 'আসল' ঘটনা খোলসা করলেন শিল্পী