Election News: ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক না হলে ভোটে বাধা? কী বলছে কমিশন?
ECI on Voter Aadhar Card Linking: ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ না করানো থাকলে কি ভোট দেওয়া যাবে না ? এই ব্যাপারে কী জানাল কমিশন?
কলকাতা: আর কিছুদিন পরেই ভোট উৎসব। ভোটার লিস্টে এখন নাম তোলার পালা। এছাড়াও, নিজের যা কিছু পরিচয়পত্র রয়েছে, তা গুছিয়ে রাখারও সময়। কারণ এগুলিই ভোটদানের সময় কাজে লাগবে। কিন্তু এবারের ভোট দিতে গেলে কি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক ? ২০২১ সালের আইন কি তাই বলছে ? সম্প্রতি এই নিয়ে অনেকেরই মনে প্রশ্ন এসেছে ভারতের নির্বাচন কমিশন (Election Commission Of India) স্পষ্ট উত্তর দিল এই প্রশ্নের। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়।
ভোটার তালিকায় নাম থাকলেই…
ভোটার তালিকায় নাম থাকলেই ভোট দেওয়া যাবে। ভোট দিতে এলে লাগবে নিজের সচিত্র পরিচয়পত্র। তবে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। এই ব্যাপারে নির্বাচন সংক্রান্ত আইনের ধারাও উল্লেখ করেছে নির্বাচন কমিশন (Election Fake News)।
কী বলছে আইন ?
এই প্রসঙ্গে ২০২১ সালে সংশোধনী আইনের উল্লেখ করেছে নির্বাচন কমিশন। ওই আইন মোতাবেক আধার কার্ডের সংযুক্তিকরণ ঐচ্ছিক বলে ঘোষণা করা হয়েছে (voter aadhaar linking)। এর সঙ্গে ভোটার তালিকার কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছে কমিশন। বলা হয়েছে, আধার সংযুক্তি না করালে কোনও ক্ষতি হবে না। ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ দেবে না নির্বাচন কমিশন।
চাইলে জমা দিতে পারেন আধার…
সম্পূর্ণ নিজের ইচ্ছেয় চাইলে আধার জমা দিতে পারেন ভোটাররা। আধার সংক্রান্ত ভুয়ো দাবির উত্তরে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তারা চাইলে আধার সংযুক্ত করাতে পারেন। নতুন ভোটারদের জন্য ৬ নম্বর ফর্মে এই সংক্রান্ত বিকল্প রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
মিথ ভার্সেস রিয়েলটি
ভোটের আগে ভোটারদের মধ্যে সচেতনতা প্রচারে একটি নয়া উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। মিথ ভার্সেস রিয়েলটি (myth vs reality election commission of india) নামের এই বিভাগ চালু করা হয়েছে কমিশনের মূল ওয়েবসাইটে। সেখানে ভুয়ো রটনাগুলিকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ওই ব্যাপারে নির্বাচনের কমিশনের কী মত, তাও জানিয়েছে কমিশন। এছাড়াও বেশ কিছু ভুয়ো রটনার বিরুদ্ধে মামলা দায়ের করছে নির্বাচন কমিশন। সেই ব্যাপারে নিজেদের এক্স হ্যান্ডেলে বিশদে উল্লেখ করেছে জাতীয় নির্বাচন কমিশন।
আরও পড়ুন - Medicine Price Hike: ওষুধের দাম বাড়া নিয়ে ভুল খবর রটছে, বিজ্ঞপ্তি দিয়ে দাবি কেন্দ্রের