ISRO : সিঙ্গাপুরের ৭টি উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি ISRO-র রকেটের !
DS-SAR Satellite : এই DS-SAR উপগ্রহটি সিঙ্গাপুর সরকারের প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি এবং ST ইঞ্জিনিয়ারিং যৌথ উদ্যোগে তৈরি করেছে
শ্রীহরিকোটা : নতুন অভিযানে ISRO। এবার সিঙ্গাপুরের কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দিল PSLV C56 রকেট। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সিঙ্গাপুরের কৃত্রিম উপগ্রহ DS-SAR-সহ সাতটি উপগ্রহ নিয়ে আজ রওনা দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থার রকেট।
#WATCH | Indian Space Research Organisation (ISRO) launches its PSLV-C56 with six co-passenger satellites from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota.
— ANI (@ANI) July 30, 2023
(Source: ISRO) pic.twitter.com/2I1pNvKvBH
এই DS-SAR উপগ্রহটি সিঙ্গাপুর সরকারের প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি এবং ST ইঞ্জিনিয়ারিং যৌথ উদ্যোগে তৈরি করেছে। এই উপগ্রহটি নিরক্ষীয় কক্ষপথের কাছাকাছি ৫৩৫ কিমি উচ্চতায় ও ৫ ডিগ্রি বাঁকে নামানো হবে। DS-SAR স্যাটেলাইটটি সিঙ্গাপুর সরকারের বিভিন্ন সংস্থার উপগ্রহ চিত্রের প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে, এমনই জানাচ্ছে ISRO। DS-SAR স্যাটেলাইটটি তৈরি করেছে ইজরায়েল এ্যারস্পেস ইন্ডাস্ট্রিজ। এতে খুবই উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে দিন-রাতের আবহাওয়া সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ১ মিটার রেজলিউশনের ছবি তুলতে সক্ষম এই কৃত্রিম উপগ্রহ। স্মার্টসিটি, প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা পরিষেবায় যুক্তসংস্থা ST ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিক স্বার্থে ওই ছবি ব্যবহার করবে।
সাতটি উপগ্রহ নিয়ে আজ সকাল সাড়ে ৬টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে পাড়ি দেয় PSLV C56। রকেটের উপরের স্তরটিকে তার সংক্ষিপ্ত কক্ষপথ-জীবন নিশ্চিত করার জন্য সমস্ত স্যাটেলাইট নামানোর পর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে।
#WATCH | Andhra Pradesh: "Congratulations, PSLV-C56 carrying seven satellites including the primary satellite DS-SAR and 6 co-passenger satellites have been successfully placed in the right orbit," says ISRO chief S Somanath
— ANI (@ANI) July 30, 2023
(Source: ISRO) pic.twitter.com/zwQmZB2AQs
PSLV-C56-রকেটের উপগ্রহ নিয়ে সফল উৎক্ষেপণের পর সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান ISRO-র প্রধান এস সোমনাথ। বিজ্ঞানীদের এই সাফল্যের পর এবার অভিনব এক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন ISRO-র বিজ্ঞানীরা। সেক্ষেত্রে PSLV-C56-রকেটের চতুর্থ ধাপকে ব্যবহার করা হবে। গত বছর এপ্রিল মাসে উৎক্ষেপণ হওয়া PSLV-C55 TeLEOS-2 মিশনের এটি ফলোআপ হলেও, আজকের অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা PSLV-C56-রকেটের চতুর্থ ধাপ নিম্ন কক্ষপথে স্থাপনের চেষ্টা করবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন