Jammu And Kashmir News: জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ ধস, আটকে বাঙালি পর্যটকরা
Jammu-Kashmir Landslides: আবহাওয়ার আকস্মিক বদল এবং বিপর্যয়। টানা বৃষ্টিতে ধস নামে বেশ কিছু জায়গায়।
নয়া দিল্লি: সারারাত ধরে প্রবল বৃষ্টি, তেমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলস্বরূপ ভয়াবহ ধস জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) একাধিক এলাকায়। রামবন থেকে অনন্তনাগ, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও বন্ধ হল যান চলাচল, এমনটাই জানা গিয়েছে স্থানীয় আধিকারিক সূত্রে। এদিকে, জম্মু-কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ ধস, আটকে বাঙালি পর্যটকরা। অনন্তনাগে ৪৪ নং জাতীয় সড়কে ভয়াবহ ধসের জেরে সকাল থেকে রাস্তায় আটকে এ রাজ্যের বেশ কয়েকজন পর্যটক, এমনটাই জানা গিয়েছে।
প্রসঙ্গত, বছরের এই সময়টিকে জম্মু-কাশ্মীর হয়ে ওঠে সত্যিকারের ভূস্বর্গ। বরফের পুরু চাদরে ঢেকেছিল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। সোনমার্গ-গুলমার্গে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতোই। কিন্তু এরই মধ্যে হঠাৎই আবহাওয়ার আকস্মিক বদল এবং বিপর্যয়। টানা বৃষ্টিতে ধস নামে বেশ কিছু জায়গায়। যদিও প্রশাসনের তরফে যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
জম্মু কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, মধ্যরাতে বানিহাল এলাকার ক্ষিতওয়ারি এলাকাতেও ভয়ঙ্কর ভূমিধস হয়। টানা বৃষ্টির জেরে রামবান শহরের কাছে হঠাৎই কাদার স্রোত নামতে শুরু করে এবং পাথরও পড়তে শুরু করে।
সেখানের ট্রাফিক ডিপার্মেন্টের আধিকারিকরা জানিয়েছিলেন আজ সকালে উধমপুরের কাছাকাছি হঠাৎই ধস নামে সেই সময় শ্রীনগরের দিকে যে গাড়িগুলো যাচ্ছিল সেগুলি আটকে যায়। এমনকী, জম্মুর দিকেও যে গাড়িগুলো যেতে থাকে তা মাঝরাস্তাতেই আটকে যায়।
আরও পড়ুন, উত্তরবঙ্গে দুর্যোগ, রাতেই যাচ্ছেন মমতা, রাজভবনে প্রস্তুত পিস রুম
ইতিমধ্যেই একটি ট্রাক ভারী পাথরের আঘাতে দুর্ঘটনার কবলে পড়েছে। কোনওক্রমে প্রাণে বেঁচেছেন ট্রাক ডারিভার এবং তাঁর হেল্পার। আপাতত যা পরিস্থিতি সেই অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত কোনও ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।