Jharkhand Earthquake : ফের ভূমিকম্প, শনিবার সকালেই দুলে উঠল মাটি, আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা
কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝাড়খণ্ডের খারসাওয়ানে ভূমিকম্পের কেন্দ্রস্থল।
রাঁচি : শনিবার সকালে কেঁপে উঠল মাটি। ভূকম্পন অনুভূত হল ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জায়গায় । ঘড়িতে তখনভূ ৯ . ২৩। হঠাৎই পায়ের তলার মাটি দুলে ওঠে। সঙ্গে সঙ্গে আতঙ্কে ঘর ছাড়েন মানুষজন। রাস্তায় নেমে আসেন আতঙ্কে। আফটার শকের আশঙ্কা এখনও এলাকার বাসিন্দাদের চোখে মুখে।
কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝাড়খণ্ডের খারসাওয়ানে ভূমিকম্পের কেন্দ্রস্থল। এই ভূমিকম্পটি সকাল ৯.২৩ নাগাদ ঘটে, তীব্রতা রিখটার স্কেলে ৪.৩ । জামশেদপুর, রাঁচি, চক্রধরপুর সহ বিভিন্ন এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে।
কম্পনের উৎসস্থল খারসাওয়া জেলা থেকে ১৩ কিলোমিটার দূরে। এছাড়া কম্পন অনুভূত হয়েছে রাঁচির তামারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে।
এর আগেও ২০২৩ সালের অক্টোবর ও ডিসেম্বর মাসে ঝাড়খণ্ডে ভূমিকম্প হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল ৩.৭। ভূকম্পনের উৎসস্থল ছিল ঝাড়খণ্ডের দুমকা জেলার উত্তর এবং উত্তর-পূর্ব থেকে ২৪ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
EQ of M: 3.6, On: 02/11/2024 09:20:43 IST, Lat: 23.05 N, Long: 85.59 E, Depth: 5 Km, Location: Khunti, Jharkhand.
For more information Download the BhooKamp Apphttps://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/1sOhXWGIC9
— National Center for Seismology (@NCS_Earthquake) November 2, 2024