Kashmir News: পহেলগাঁও হামলার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তপ্ত কাশ্মীরের কুলগাম জেলা, চলল গুলির লড়াই
Kashmir Update: কুলগ্রামের তাংমার্গ এলাকায় শুরু হয় গুলির লড়াই। জানা গিয়েছে, ওই এলাকায় একটি ঘেরাও এবং তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের।

Kashmir News: ভয়ঙ্কর ভূ-স্বর্গ। কাশ্মীরের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে আতঙ্ক। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ক্ষত এখনও তাজা। তার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলা। নিরাপত্তারক্ষী এবং জঙ্গিদের মধ্যে বুধবার সন্ধ্যায় শুরু হয় গুলির লড়াই। এমনিতেই পহেলগাঁওয়ের হামলাকারীরা এখনও ধরা পড়েনি। তাদের খোঁজে উপত্যকার সর্বত্র চলছে চিরুনি তল্লাশি। এর মধ্যেই কুলগ্রামের তাংমার্গ এলাকায় শুরু হয় গুলির লড়াই। জানা গিয়েছে, ওই এলাকায় একটি ঘেরাও এবং তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীদের তরফে জানানো হয়েছে, প্রথমে জঙ্গিদের তরফেই আচমকা গুলি চালানো হয়। তার পরেই যোগ্য জবাব দেওয়া শুরু করেন নিরাপত্তাকর্মীরাও। এই গুলির লড়াইয়ের স্পষ্ট কুলগামের তাংমার্গ এলাকায় নিশ্চিয় লুকিয়ে রয়েছে কিছু জঙ্গি। তবে তারা কারা সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। কোনও জঙ্গি নিরাপত্তারক্ষীদের হাতে ধরাও পড়েনি বা নিহত হয়নি। এই এলাকায় থাকা জঙ্গিদের সঙ্গে পহেলগাঁও হামলার কোনও যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন নিরাপত্তারক্ষীরা।
অন্যদিকে বুধবার সকালে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলা। এখানকার উরি সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে তাদের রুখে দেয় নিরাপত্তাবাহিনী। নিহত হয়েছে ২ জঙ্গি এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। উত্তর কাশ্মীরে বারামুলা জেলার উরি নালার কাছে সরজীবন জেনারেল এরিয়া দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল এই জঙ্গিরা। অন্তত ২ থেকে ৩ জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে খবর। জঙ্গি অনুপ্রবেশের ঘটনা টের পেতেই তাদের বাধা দিতে তৎপর হয় নিরাপত্তাবাহিনী। সেনার তরফে বাধা পেতেই দু'তরফের মধ্যে শুরু হয় গুলির লড়াই। চলতে থাকে অভিযান। দু'পক্ষের গুলি বিনিময়ে ২ অনুপ্রবেশকারী জঙ্গির মৃত্যু হয়েছে। এর পাশাপাশি জঙ্গিদের থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধ করার মতো অন্যান্য একাধিক সরঞ্জাম।
মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। সাধারণ পর্যটকদের উপর আচমকাই গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। বৈসরণ, পহেলগাঁওয়ের কাছে এই এলাকা 'মিনি সুইৎজারল্যান্ড' নামে পরিচিত। পর্যটকদের 'মাস্ট ভিজিট' জায়গা এটি। আর সেখানেই ঘটে গিয়েছে নারকীয় হত্যালীলা। ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে, গুলি করে খুন করা হয়েছে সাধারণ পর্যটকদের। এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার তিনজন বাসিন্দাও।






















