এক্সপ্লোর
Advertisement
করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার
তিনদিন আগে তাঁর জ্বর হয়... বৃহস্পতিবার সকালে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে
কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগজনক। দিন দিন বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা।
করোনা আক্রান্ত হয়ে একাধিক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন বহু পুলিশ কর্মী। এবার করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার।
সূত্রের খবর, তিনদিন আগে তাঁর জ্বর হয়। বৃহস্পতিবার সকালে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন এই আইপিএস অফিসার। যুগ্ম কমিশনার (সদর)-এর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এরইমধ্যে কর্মী ও আধিকারিকদের মধ্যে করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। থানার ভিতর থেকে ব্যারাক সরানোর নির্দেশ দিয়েছে লালবাজার।
কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, ব্যারাক অন্য জায়গায় সরাতে হবে। না সরাতে পারলে থানার বাইরে অস্থায়ী ক্যাম্প তৈরি করতে হবে। ওই ক্যাম্প থেকেই যাঁরা থানায় আসবেন, তাঁদের সঙ্গে কথা বলতে হবে।
পুলিশ সূত্রে খবর, থানা সংলগ্ন এলাকায় ব্যারাক সরানোর মতো উপযুক্ত বাড়ি খুঁজতে বলা হয়েছে। একান্তই তা না পাওয়া গেলে থানার বাইরে ক্যাম্প করে বসতে হবে পুলিশ কর্মীদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement