Madhyamgram Blast: নিহত যুবকের ব্যাগ থেকেই কি বিস্ফোরণ ? মধ্যমগ্রাম কাণ্ডে বাড়ছে রহস্য, কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
NIA On Madhyamgram Blast : মধ্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে বাড়ছে রহস্য, IED বিস্ফোরণ কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

সমীরণ পাল, আবির দত্ত, উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে, উড়ালপুলের নীচে, রবীন্দ্র মঞ্চ চত্বরে মাঝরাতে আচমকা বিস্ফোরণ। মৃত্যু হল উত্তরপ্রদেশের যুবক সচ্চিদানন্দ মিশ্রর। সকালে ঘটনাস্থলে যায় NIA-র বিশেষজ্ঞ দল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে নিহত যুবকের ব্যাগ। তাতে কালো টেপ, তার, চার্জার ও একটি ইলেকট্রনিক ডিভাইস ছিল বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যাগ থেকেই কি বিস্ফোরণ ঘটেছে? IED বিস্ফোরণ কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন, জুনিয়র জুনিয়র চিকিৎসকদের তলবের প্রতিবাদে অভয়ার মা-বাবাও, তুললেন গুরুতর অভিযোগ, কী বললেন ?
মধ্যরাতে মধ্যমগ্রামে রহস্যজনক বিস্ফোরণ, মৃত্যু হল উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্রর! পুলিশ সূত্রে খবর, মৃতের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে কালো টেপ, তার, চার্জার ও একটি ইলেকট্রনিক ডিভাইস। IED বিস্ফোরণ? উঠছে প্রশ্ন। রবিবার রাত ১২.৫৭-নাগাদ মধ্যমগ্রাম হাইস্কুল থেকে মেরেকেটে ১০০ মিটার দূরে, রবীন্দ্র মঞ্চের চত্বরে আচমকা বিকট শব্দ! বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ভেঙে চুরমার হয়ে যায় সকুলের নোটিস বোর্ডের কাচ।
ওই সময় রবীন্দ্র মঞ্চের সামনে একটি বেঞ্চে বসেছিলেন এক যুবক। বিস্ফোরণে তাঁর বাম হাত ও পেটের অনেকটা অংশ গুরুতরভাবে জখম হয়। রাতে অস্ত্রোপচারের পর সোমবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। আধার কার্ড থেকে জানা যায়, মৃত যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র। উত্তরপ্রদেশের বাসিন্দা। হরিয়ানায় কাজ করতেন। কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা, অত রাতে মধ্য়মগ্রামে কী করছিলেন?
মধ্যমগ্রামের ফল ব্যবসায়ী অরূপ পাল বলেন, উনি এখানে এক টোটোওয়ালাকে বলছিলেন যে চৌমাথা যাবেন। মোটামুটি ব্যাগ ছিল দুটো মতো। কালো রঙের মতো ব্যাগ ছিল। পিঠ ব্যাগ টাইপের। উনি সামলে সামলে যাচ্ছিলেন।একটা পিঠে, একটা হাতে আর কী নিতে একটু কষ্ট হচ্ছিল এইটুকু আমি দেখতে পাচ্ছিলাম। উনি ওই রেলিংগুলোর সাইডে, হাতটা পুরো উড়ে গেছে।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌছয় NIA।নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। সচ্চিদানন্দ মিশ্র উত্তরপ্রদেশের বাসিন্দা। কর্মক্ষেত্র হরিয়ানা। কিন্তু মাঝরাতে রহস্য়জনক ব্য়াগ নিয়ে হাজির হলেন মধ্য়মগ্রামে। আর তারপরই বিস্ফোরণ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বর্ডার খোলা থাকলে তাই হবে তো। এ তো যেখানে সেখানে আপনি পাবেন এবং যেখানে হাত লাগাবেন খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনও শিক্ষাই নেননি। জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা।
মধ্যমগ্রামের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক রথীন ঘোষ বলেন,কিছু শক্তি তো আছে যারা সবসময় বাংলাকে উত্যক্ত করতে চায়। সেরকম কোনও শক্তি এর সাথে যুক্ত আছে কিনা খুঁজে বার করতে হবে। হতে পারে নাশকতা, কারণ এটা উড়ালপুলের নীচে।' নিহত যুবকের ব্যাগ থেকেই কি বিস্ফোরণ ঘটেছে? তাঁর সঙ্গে কি আরও কেউ ছিলেন? এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ!






















