Covid 19 : ভ্যাকসিনের দু'টি ডোজই হয়ে গিয়েছিল, করোনায় আক্রান্ত কুণাল ঘোষ
Kunal Ghosh Tested positive for Covid 19 : করোনা পজিটিভ রিপোর্ট আসার পর আপাতত আইসোলেশনে আছেন তৃণমূলে নেতা। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন...
কলকাতা : এবার করোনায় আক্রান্ত কুণাল ঘোষ (Kunal Ghosh)। ট্যুইট করে নিজেই একথা জানিয়েছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক। যদিও ভ্যাকসিনের দুটি ডোজই হয়ে গিয়েছিল তাঁর।
এদিকে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর আপাতত আইসোলেশনে আছেন তৃণমূলে নেতা। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। ট্যুইটারে তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতির অবনতি হলে তবেই হাসপাতালে ভর্তি হবেন।
সম্প্রতি বিধায়ক, মেয়র পারিষদদের পর কোভিড আক্রান্ত হন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন অরূপ বিশ্বাস। মৃদু উপসর্গ ছিল তাঁর। সৌরভ গঙ্গোপাধ্যায় যে কেবিনে ভর্তি ছিলেন, সেখানেই ভর্তি হন অরূপ। যদিও মন্ত্রীর (Arup Biswas) শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মন্ত্রীর শরীরে সংক্রমণের মাত্রা অনেকটাই কম। কালই হাসপাতাল থেকে ছাড়া হবে অরূপ বিশ্বাসকে। জানানো হয় উডল্যান্ডস হাসপাতালের তরফে। ১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অরূপ।
আরও পড়ুন ; উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক পজিটিভিটি রেট ২০ শতাংশ ছুঁইছুঁই, বাড়ল মৃত্যুও
প্রসঙ্গত, রাজ্যে একদিনে ৬ হাজার ৭৮ জন করোনা আক্রান্ত, ১৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় (Kolkata) একদিনে ২৮০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। সেখানে একদিনে ১ হাজার ৫৭ জন সংক্রমিত হয়েছেন। ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) একদিনে ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, ২ জনের মৃত্যুর খবর এসেছে। গতকালের চেয়ে বাড়ল মৃত্যু। রাজ্য স্বাস্থ্য় দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।
গতকাল রবিবার থাকায় স্বাভাবিকভাবেই কোভিড টেস্ট (Covid Test) কম হয়েছে। সেই নিরিখেই আজ সামান্য কম আক্রান্তের সংখ্যা। এমনটাই মনে করা হচ্ছে। সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয় ৬০৭৮ জন। আজ পজিটিভি রেট ১৯.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২,৯১৭ জন।