Loksabha Election 2024: খড়গপুরে বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা
Loksabha Election 2024: খড়গপুরের হোটেল থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় আটক হয়েছেন এক বিজেপি নেতা।
খড়গপুর: আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ (Loksabha Election 2024) হবে খড়গপুরে (Kharagpur)। তার আগে রবিবার সন্ধ্যায় খড়গপুরের জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি হোটেল ঘরে আশ্রয় নেওয়া এক বিজেপি নেতার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। ওই টাকা উদ্ধারের ভিডিও টুইট করে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে পুলিশ সূত্রে জানা যায় মোট ৩৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পরে পুলিশের অন্য একটি সূত্রে বলা হয় সেটি ৩১ লক্ষ টাকাও হতে পারে। এই ঘটনায় বিজেপির এক নেতাকেও আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত টাকা গোনার কাজ চলছে। তারপরই এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। ওই বিজেপি নেতাকে জেরা করে এই টাকার হদিশ পেতে চাইছে তারা।
আরও পড়ুন: Lok Sabha Election 2024: আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
এদিকে ওই হোটেলে ও তার আশেপাশে বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক ভিড় করে দাঁড়িয়ে আছেন। ক্যামেরা সামনে না এলেও তাঁদের দাবি, ওই টাকা বেহিসাবি নয়। যদিও স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। এই ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ। পুলিশ ঠিকঠাক তদন্ত করলে এর পিছনে কারা আছে তা জানা যাবে। অবিলম্বে আটক বিজেপি নেতাকে গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ারও দাবি করেছেন তারা। বিষয়টিকে ঘিরে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।
যদিও ভোটের আগে এত টাকা উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। টাকাটির হিসাব দেখাতে পারলে হয়তো ওই বিজেপি নেতাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু, এই সময়ে এত টাকা নিয়ে তিন হোটেলের ঘরে কেন আশ্রয় নিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। যদি ওই বিজেপি নেতা সঠিক উত্তর না দিতে পারেন না ওই টাকা যদি বেহিসাবি হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই প্রশাসন সূত্রে খবর।
আরও পড়ুন: Loksabha Elections 2024: বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির জেরে তুলকালাম বরানগরে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।