দ্বিগুণ 'সিকিউরিটি মানি’ দিতে রাজি, নীরবের প্রস্তাবে কান দিল না আদালত, জামিন নামঞ্জুর
আগামী বছর মে মাসে পরবর্তী শুনানি হওয়া পর্যন্ত ওয়ান্ডসওর্থ জেলেই থাকতে হবে তাঁকে।
লন্ডন: কারাজীবনের অভিজ্ঞতা খারাপ। আদালতে নিজেকে গৃহবন্দি করে রাখার প্রস্তাব দিয়ে জামিন চেয়েও পেলেন না নীরব মোদী। আগামী বছর মে মাসে পরবর্তী শুনানি হওয়া পর্যন্ত ওয়ান্ডসওর্থ জেলেই থাকতে হবে তাঁকে। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারপতি এমা আরবাটনট।
এদিন দ্বিতীয়বার জামিনের আবেদন নিয়ে রয়্যাল আদালতে হাজির হন নীরব। আদালতে তাঁর আইনজীবী বিচারপতিকে নীরবের জেলজীবনের 'খারাপ' অভিজ্ঞতার কথা জানিয়ে জামিনের আবেদন করেন। নতুন আবেদনে নীরব জানিয়েছেন, জেলবন্দি অবস্থায় তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। বাড়ছে দুশ্চিন্তাও। আদালতে নীরবের আইনজীবীরা তাঁকে তাঁর লন্ডনের ফ্ল্যাটেই গৃহবন্দি করে রাখারও প্রস্তাব দেন। প্রয়োজনে ২ মিলিয়ন পাউন্ডের বদলে ৪ মিলিয়ন পাউন্ড ‘সিকিউরিটি’ দিতেও রাজি হন তাঁরা। তবে কোনও প্রস্তাবেই রাজি হননি বিচারপতি।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে (১৯) গ্রেফতারির পর থেকেই ওয়ান্ডসওর্থ জেলে রয়েছেন নীরব। অতীতে জামিনের জন্য আবেদন করেও জামিন পাননি তিনি। এবারও তাঁর জামিনের আর্জি নাকচ করে দিল আদালত।