India News: কেদারের মন্দিরের পিছনেই হুড়মুড়িয়ে নামছে তুষারধস, ভিডিও দেখে ভয়ের স্রোত নেটিজেনদের
Kedarnath Temple: ফের প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথে। শনিবার কেদারনাথ মন্দিরের ঠিক পিছনের পর্বতে হুড়মুড়িয়ে নেমে আসে ব্যাপক তুষারধস। সংবাদসংস্থা এএনআই সেই ভিডিও ট্যুইটও করেছে।
দেহরাদুন: ফের প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথে (Kedarnath Temple)। শনিবার কেদারনাথ মন্দিরের ঠিক পিছনের পর্বতে হুড়মুড়িয়ে নেমে আসে ব্যাপক তুষারধস (Avalanche)। সংবাদসংস্থা এএনআই সেই ভিডিও ট্যুইটও করেছে। আশার কথা একটাই। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
#WATCH | Uttarakhand: An avalanche occurred this morning in the Himalayan region but no damage was sustained to the Kedarnath temple: Shri Badrinath-Kedarnath Temple Committee President, Ajendra Ajay pic.twitter.com/fyi2WofTqZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 1, 2022
কী হয়েছে?
শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় সংবাদসংস্থা এএনআই-কে পরে বলেন, ' আজ সকালে হিমালয়ে বড়সড় তুষারধসের ঘটনা ঘটেছে। তবে কেদারের মন্দিরে কোনও আঁচ লাগেনি।' তাতে অবশ্য স্বস্তির কোনও কারণ দেখছেন না অনেকেই। গত দশ দিনে এই নিয়ে দুবার বড়স়ড় তুষারধসের ঘটনা ঘটল কেদারনাথ মন্দির লাগোয়া পর্বত এলাকায়। গচ ২২ সেপ্টেম্বর, মন্দিরের পাঁচ কিলোমিটার পিছনে, চোরাবারি হিমবাহের ক্যাচমেন্টেও একটি তুষারধসের ঘটনা ঘটেছিল। তার পর আবার এই বিপর্যয়। ঘটনা হল, ভারী বৃষ্টিতে এমনিতেই বেশ কিছুটা বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভূমিধসের কথা রাজ্যের নানা প্রান্তে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার, রুদ্রপ্রয়াগের উপর এনএইচ ১০ ধসের কারণেই বন্ধ হয়ে গিয়েছিল। ফলে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়।
আতঙ্কের পালা চলছেই...
সপ্তাহখানেক আগেও তুমুল বৃষ্টিতে আস্ত একটা পাহাড় ধসে পড়েছিল উত্তরাখণ্ডে। ওই ঘটনার জেরে সাময়িক ভাবে আদি কৈলাস মানসরোবর যাত্রার অন্যতম রুট বন্ধ করতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধে পেরিয়ে তখন রাত। হঠাতই একটি পাহাড়ের সিংহভাগ ভেঙে পড়ে নাজাং তাম্বা গ্রামের কাছে। তার পর থেকে জাতীয় সড়ক বন্ধ। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই বিপর্যয়ের ফলে তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে অন্তত ৪০ জন আটকে পড়েন। শুধু জাতীয় সড়ক নয়, পাহাড়-ভঙ্গের জেরে যান চলাচলের অন্তত শ'খানেক গ্রামীণ রাস্তা এবং একাধিক হাইওয়েও বন্ধ হয়ে যায়। পাথর ও বোল্ডারে ঢাকা পড়ে হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়ে। এক ছবি দেখা গিয়েছিল দেহরাদুন জেলার বিকাশনগর-কলসি-বরকোট ন্যাশনাল হাইওয়েতেও। পরিস্থিতি সামলাতে নেমে পড়েন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য়রা। তার পরও অবশ্য বিপদ কাটছে না।
আরও পড়ুন:"নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি", ৫জি-পরিষেবা সূচনার মঞ্চে বার্তা মুকেশ আম্বানির