শিশুকে নিয়ে চলেছেন মোটরবাইকে! এবার থেকে মানতেই হবে এই নিয়ম
নতুন নিয়ম আনল কেন্দ্র।
নয়াদিল্লি: শিশুকে নিয়ে চলেছেন মোটরবাইকে? এবার থেকে মানতেই হবে এই নিয়ম। নতুন নিয়ম আনল কেন্দ্র। শিশুকে নিয়ে সওয়ারের ক্ষেত্রে মোটরসাইকেলের গতিবেগ বেধে দিল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।
শিশু যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা চালু করার লক্ষ্যে, কেন্দ্রীয় সড়ক পরিবহন (MoRTH) একটি প্রস্তাব এনেছে। যেখানে বলা হয়েছে যে মোটরসাইকেলের যেখানে ৪ বছর বয়সী বা তার কম বয়সী শিশু রয়েছে তার গতিবেগ ৪০-এর বেশি হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমন কোনও শিশু যদি মোটরসাইকেলে থাকে যার বয়স ৯ মাস থেকে ৪ বছর পর্যন্ত তাহলে গতিবেগ কমানো নিশ্চিত করতে হবে চালককে। অবশ্যই ক্র্যাশ হেলমেট পরতে হবে।
মন্ত্রকের জারি করা খসড়া বিজ্ঞপ্তি অনুসারে, "৪ বছর বয়স পর্যন্ত শিশুকে সওয়ারি হিসাবে বহন করা মোটরসাইকেলের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি হবে না।" মন্ত্রক আরও বলেছে যে মোটরসাইকেলের চালককে নিশ্চিত করতে হবে শিশুটিকে সংশ্লিষ্ট ব্যক্তি এবং মোটরসাইকলের সঙ্গে সংযুক্ত রাখতে বেল্ট ব্যবহার করা হবে।
এই বিশেষ ধরনের বেল্ট পরবে শিশুরা। যার দুটি অংশ প্রয়োজনে বড় এবং ছোট করা যাবে। যার সঙ্গে একজোড়া স্ট্র্যাপ থাকবে এবং কাঁধের লুপ তৈরি করবে যা চালককে পরতে হবে। মন্ত্রকের ব্যাখ্যা অনুযায়ী, এমনভাবে এই বিশেষ বেল্ট পরাতে হবে যাতে স্ট্র্যাপ চালকের সঙ্গে সংযুক্ত থাকবে। এই প্রস্তাব নিয়ে সব মহলের পরমার্শ এবং আপত্তিও জানতে চেয়েছে মন্ত্রক।
আরও পড়ুন: Life Certificate Submission: ব্যাঙ্কে না গিয়ে জমা দিন লাইফ সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি