এক্সপ্লোর
Advertisement
১৫ অগাস্ট উত্তোলন ঘিরে হয়েছিল সংঘাত, এবার ২৬ জানুয়ারি কেরলে জাতীয় পতাকা তুলবেন ভাগবত
নয়াদিল্লি: গত বছরের ১৫ অগাস্ট কেরলের একটি সরকারি স্কুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের জাতীয় পতাকা উত্তোলন নিয়ে গোলমাল হয়েছিল। স্থানীয় প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়ায় আরএসএস। এবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সেই কেরলেই ফের জাতীয় পতাকা উত্তোলন করতে যাচ্ছেন ভাগবত। আরএসএস সূত্রে খবর, পালাক্কাড়ের উপকণ্ঠে একটি স্কুলে যাবেন ভাগবত।
কেরলের আরএসএস নেতা কে কে বলরাম বলেছেন, ’২৬ জানুয়ারি সকালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করবেন সরসঙ্ঘচালকজি। এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ভারতীয় বিদ্যা নিকেতন পরিচালিত স্কুলে। তাই স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’
আরএসএস-এর অপর এক নেতা বলেছেন, ‘তিনদিনের একটি শিবির উপলক্ষে ২৬ জানুয়ারি কেরলে থাকবেন সরসঙ্ঘচালকজি। তিনি ১৫ অগাস্ট বা ২৬ জানুয়ারি যেখানেই থাকেন, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবারের ২৬ জানুয়ারি যেহেতু তিনি কেরলে থাকবেন, তাই এখানেই জাতীয় পতাকা উত্তোলন করবেন। এভাবেই বিষয়টিকে দেখা উচিত।’
গত ১৫ অগাস্ট জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে পালাক্কাড়ের একটি সরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাগবত। সেই ঘটনার জেরে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয় রাজ্য সরকার। কিন্তু ভাগবত বুঝিয়ে দিয়েছেন, তিনি দমছেন না। সিপিএম-শাসিত কেরলেই ফের জাতীয় পতাকা তুলতে যাচ্ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement