এক্সপ্লোর
Advertisement
করোনা পজিটিভ স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান দেখা করেন গত সপ্তাহে, টেস্ট করিয়ে সেল্ফ আইসোলেশনে ইমরান
ফয়সলের সঙ্গে তাঁর বৈঠক হয় মাত্র সাত মিনিটের, তা সত্ত্বেও ইমরানকে টেস্ট করাতে বলেন ডাক্তাররা। সেই পরামর্শ মেনে পরীক্ষা করিয়ে তিনি সেলফ আইসোলেশনে গিয়েছেন।
ইসলামাবাদ: গতকালই শোনা গিয়েছিল, কোভিড ১৯ সংক্রমিত পাকিস্তানের নামী স্বেচ্ছাসেবী সংস্থা এধি ফাউন্ডেশনের শীর্ষকর্তা ফয়সল এধি গত সপ্তাহে নোভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার চেক দিতে তাঁর সঙ্গে দেখা করায় ইমরান খানও টেস্ট করাতে পারেন। আজ জানা গেল, মঙ্গলবার রাতে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস সংক্রমণ টেস্ট হয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই রিপোর্ট আসার কথা। ফয়সলের সঙ্গে তাঁর বৈঠক হয় মাত্র সাত মিনিটের, তা সত্ত্বেও ইমরানকে টেস্ট করাতে বলেন ডাক্তাররা। সেই পরামর্শ মেনে পরীক্ষা করিয়ে তিনি সেলফ আইসোলেশনে গিয়েছেন।
পাকিস্তানের প্রয়াত সমাজসেবী আবদুল সাত্তার এধির ছেলে ফয়সল। এধির নামেই ওই স্বেচ্ছাসেবী সংগঠন। ফয়সল তার চেয়ারম্যান। ফয়সলের কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ হওয়ায় পাক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক ও শওকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সিইও ফয়সল সুলতান গতকাল সাংবাদিকদের জানান, তিনি ইমরানের সঙ্গে দেখা করে পরীক্ষা করাতে বলবেন। বলেন, আমরা চালু সব প্রটোকল মেনে সেইমতো পদক্ষেপ সুপারিশ করব। প্রটোকল অনুসারে করোনাভাইরাস পজিটিভ হওয়া ব্যক্তির সংস্পর্শে কেউ এলেই সেলফ আইসোলেশনে যেতে হবে। সেই রীতি মানছেন ইমরান।
পাকিস্তানেও করোনাভাইরাস সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। বুধবার পর্যন্ত মোট নিশ্চিত সংক্রমিতের সংখ্যা ৯৭৪৯, মারা গিয়েছেন ২০৯ জন।
ইমরান ডাক্তারের পরামর্শ মেনে কোয়ারেন্টিনে যাওয়ায় সরকার কে চালাবেন, পরিষ্কার নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement