এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
১২ তারিখ জেনএনইউয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী
স্বামী বিবেকানন্দের ওপর একটি অনুষ্ঠানও হবে সেদিন।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের একটি প্রমাণ আকার মূর্তি উন্মোচন করতে চলেছেন। ১২ তারিখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মূর্তি উন্মোচন করবেন। জানিয়েছেন জেএনইউয়ের উপাচার্য এম জগদেশ কুমার।
গত বছর এ মাসেই জেএনইউতে বিবেকানন্দের মূর্তিতে কালি ছিটিয়ে দেওয়া ও আপত্তিকর কথা লেখা নিয়ে বিতর্ক হয়। এবার উপাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ১২ তারিখ সন্ধে সাড়ে ছটার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের একটি প্রমাণ সাইজ মূর্তি উন্মোচন করবেন। স্বামী বিবেকানন্দের ওপর একটি অনুষ্ঠানও হবে সেদিন।
তিনি আরও বলেছেন, স্বামী বিবেকানন্দ দেশের অন্যতম জনপ্রিয় দার্শনিক ও শ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা, ভারত যাঁকে জন্ম দিয়ে ধন্য হয়েছে। স্বাধীনতা, উন্নতি, ঐক্য ও শান্তির যে বাণী তিনি প্রচার করেন, তা আজও তরুণদের উদ্বুদ্ধ করে। জেএনইউ প্রাক্তনীদের সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর মূর্তি স্থাপিত হয়েছে। উপাচার্য বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবল
Advertisement