Narendra Modi: ঘানায় জাতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি, এর আগে কোন কোন দেশ সম্মানিত করেছে তাঁকে ?
PM Narendra Modi Global Honour: তবে ঘানার আগেও বেশ কিছু দেশ আন্তর্জাতিক সম্মানে ভূষিত করেছে নরেন্দ্র মোদিকে। তাঁর ঝুলিতে রয়েছে এতদিন পর্যন্ত ২৪টি দেশের আন্তর্জাতিক সম্মান। কোন কোন দেশ সম্মানিত করেছে তাঁকে ?

PM Modi Global Honour: ঘানার জাতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন নরেন্দ্র মোদি। বুধবার পঞ্চদেশ সফরের প্রথমেই ঘানায় গিয়েছিলেন তিনি আর সেখানেই ঘানার প্রেসিডেন্ট জন মাহামা মোদিকে 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা' সম্মানে ভূষিত করেন। কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ২১টি তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। মোদি এই সম্মান গ্রহণের পরে জানান যে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করেছেন তিনি এবং একইসঙ্গে এই সম্মান-স্বীকৃতি ভারতের তরুণদের আকাঙ্ক্ষা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতি উৎসর্গ করেছেন মোদি।
পশ্চিম আফ্রিকায় এই প্রথম দ্বিপাক্ষিক সফরে গিয়েছেন মোদি, গত ৩০ বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ঘানার মাটিতে পা রাখলেন। এদিন বিমানবন্দরে নামার পরেই মোদিকে স্বাগত জানায় ঘানার বেশ কিছু কচিকাঁচারা, তারা 'হরে রাম হরে কৃষ্ণ' গেয়ে মোদিকে অভ্যর্থনা জানায়। মোদিও আক্রায় পা রেখেই ঘানার প্রেসিডেন্ট জন মাহামাকে আলিঙ্গন করেন। পরিকল্পনা অনুসারে ঘানার পরে আগামীকাল মোদি যাবেন পশ্চিম আফ্রিকার ত্রিনিদাদ ও টোবাগোতে এবং তারপর দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও ব্রাজিলের উদ্দেশে রওনা দেবেন তিনি। আর সবশেষে যাবেন নামিবিয়া সফরে। ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনেও অংশ নেবেন মোদি।
তবে ঘানার আগেও বেশ কিছু দেশ আন্তর্জাতিক সম্মানে ভূষিত করেছে নরেন্দ্র মোদিকে। তাঁর ঝুলিতে রয়েছে এতদিন পর্যন্ত ২৪টি দেশের আন্তর্জাতিক সম্মান। কোন কোন দেশ সম্মানিত করেছে তাঁকে ?
২০১৬- সৌদি আরব মোদিকে তাদের সর্বোচ্চ জাতীয় সম্মান 'কিং আবদুল-আজিজ শাহ' সম্মানে ভূষিত করে।
২০১৬ – ঐ বছরই আফগানিস্তানও মোদিকে 'আমির আমানুল্লাহ খান পুরস্কার'-এ ভূষিত করে যা সেই দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান।
২০১৮ – প্যালেস্তাইনে গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্তাইন সম্মানে ভূষিত হয়েছেন মোদি।
২০১৯ – মলদ্বীপ সরকারও ভারতের প্রধানমন্ত্রীকে 'রুল অফ নিসান ইজাউদ্দিন' সম্মানে ভূষিত করেছে।
২০১৯ – এই বছরই সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে মোদি সেই দেশের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অফ জায়েদ'-এ ভূষিত হন।
২০১৯ - বাহরিন সরকার মোদিকে 'কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ' সম্মান জানিয়েছে।
২০২০ – মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর মোদি পান 'লিজিয়ন অফ মেরিট' সম্মান।
২০২৩ – পাপুয়া নিউ গিনির সরকারের তরফেও তিনি পেয়েছেন গ্র্যান্ড কমপ্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু সম্মান।
২০২৩ – এই সম্মাননা থেকে বাদ পড়েনি ইজিপ্টও। ২০২৩ সালে এই দেশ মোদিকে জানায় অর্ডার অফ দ্য নাইল সম্মান।
২০২৩ – এই বছর ফ্রান্সের তরফে মোদি পান 'গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার' সম্মান এবং গ্রিসের থেকে পান 'গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার' সম্মান।
২০২৪ – ভুটান সরকার নরেন্দ্র মোদিকে ভূষিত করে 'অর্ডার অফ দ্য দ্রুক গ্যালপো' সম্মানে।
২০২৪ – এই বছর আরও সম্মান পেয়েছেন মোদি। রাশিয়া জানিয়েছে 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল' সম্মান, নাইজেরিয়া জানিয়েছে 'গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার' সম্মান, ডোমিনিকা প্রজাতন্ত্র জানিয়েছে 'ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার' এবং গুয়ানা সরকারের থেকে মোদি পেয়েছেন 'অর্ডার অফ এক্সিলেন্স' সম্মান। সবশেষে বার্বাডোজে গিয়ে মোদি পান 'অনারারি অর্ডার অফ দ্য ফ্রিডম অফ বার্বাডোজ' সম্মান।
২০২৫ – এই বছর ঘানা বাদে আরও ৪ দেশ সম্মানিত করেছে মোদিকে। কুয়েতের 'দ্য অর্ডার অফ দ্য মুবারক আল কুবীর' সম্মান, মরিশাসের 'দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশেন' সম্মান এবং শ্রীলঙ্কা জানিয়েছে 'দ্য মিত্র বিভূষণা' সম্মান। ঘানার আগে সাইপ্রাসে গিয়েছিলেন মোদি। সেই দেশের সরকার তাঁকে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিকস থ্রি' সম্মানে ভূষিত করেছে।






















