Modi on Covid-19 : "এই ভাইরাস আমাদের অনেক ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে", আবেগতাড়িত হলেন প্রধানমন্ত্রী
নিজের সংসদ এলাকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। করোনায় মৃতদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন, "এই ভাইরাস আমাদের অনেক ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। তাঁদের শ্রদ্ধা জানাই।"
নিউ দিল্লি : নিজের সংসদ এলাকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী। করোনায় মৃতদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি বললেন, "এই ভাইরাস আমাদের অনেক ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। তাঁদের শ্রদ্ধা জানাই। যাঁরা কাছের মানুষকে হারিয়েছেন, সেইসব পরিবারের প্রতি রইল সমবেদনা।" কথাগুলি বলার সময় থমকে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। স্বভাবতই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
আজ নিজের সংসদ এলাকা উত্তরপ্রদেশের বারাণসীর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে কথোপথনের সময় তিনি চিকিৎসক ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের ধন্যবাদ জানান।
দেশে সংক্রমণ কিছুটা কমলেও, এখনও পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১।
এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিরোধীরা। করোনার বিরুদ্ধে আগেই জয় ঘোষণা করে দেওয়া ও ভ্যাকসিন রফতানির বিষয়কে হাতিয়ার করে সুর চড়িয়েছেন তাঁরা। করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ভোট প্রচারে বিশাল জমায়েতের জন্য প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তোলেন রাহুল গাঁধী সহ কংগ্রেসের একাংশ নেতা।
এদিকে মে-র প্রথম দিকে করোনার সংক্রমণের উর্ধ্বমুখী থাকলে, গত দুই সপ্তাহ ধরে তা নিম্নমুখী। যদিও বিশেষজ্ঞরা ইতিমধ্যেই করোনায় তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা দিয়ে রেখেছেন। তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "এটা আত্মতুষ্টির সময় নয়। আমাদের আরও বড় লড়াই আছে সামনে।"
করোনা পরিস্থিতিতে গ্রামীণ এলাকায় বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "যেখানেই অসুস্থতা, সেখানেই চিকিৎসা-এই হবে আমাদের মন্ত্র। মানুষ যত সুস্থ থাকবেন, তত আমাদের শরীরের উপর চাপ কমবে।" এর পাশাপাশি তিনি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সতর্কবার্তা দেন। এটাকে "নতুন চ্যালেঞ্জ" বলে অভিহিত করেন।