Narendra Modi :' বোনেদের সিঁদুর যারা মুছেছে, তারা সাফ',অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাতে গিয়ে হুঙ্কার মোদির
Modi In Gujrat : "আজ ২৬শে মে। ২০১৪ সালে এই দিনেই আমি প্রথমবার মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি...''

দাহোদ : অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাতে। যে গুজরাত থেকেই ১১ বছর আগে তাঁর দিল্লি যাত্রা। ২৬ মে দাহোদের জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি ফিরলেন সেই অতীতে। গুজরাতের মানুষকে অভিবাদন জানিয়ে বললেন, "আজ ২৬শে মে। ২০১৪ সালে এই দিনেই আমি প্রথমবার মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি... প্রথমে গুজরাতের মানুষ আমাকে আশীর্বাদ করেছিলেন, তারপর কোটি কোটি ভারতীয় আমাকে আশীর্বাদ করেন..."
এদিন গুজরাতে অনেকগুলি প্রকল্পের শিলান্যাস করতে এসেছেন তিনি। তাঁর দুদিনের সফর শুরু হয়েছে বিরাট এক রোড শো দিয়ে। আর তাতে ঢল নেমেছে জনগণের। তেরঙ্গা আর জয়ধ্বনিতে সৃষ্টি হয়েছে গায়ে কাঁটা দেওয়া আবহ। দেশের মানুষ অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তিনিও জানিয়েছেন প্রতিনমস্কার।
প্রধানমন্ত্রী বলেন, "চিন্তা করুন, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা যা করেছে, ভারত কি চুপ করে বসে থাকতে পারে? কী, মোদি কি চুপ করে বসে থাকতে পারে? যদি কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দেয়, তাহলে তারও মুছে যাওয়া নিশ্চিত। তাই অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়। এটি ভারতীয়দের সংস্কৃতি এবং আমাদের অনুভূতির প্রকাশ। সন্ত্রাসবাদীরা ১৪০ কোটি ভারতীয়কে চ্যালেঞ্জ করেছিল। তাই মোদি সেটাই করেছেন, যার জন্য দেশবাসী আমাকে প্রধান সেবকের দায়িত্ব দিয়েছে।"
এদিন জনসভায় নরেন্দ্র মোদি বলেন, "সাম্প্রতিক বছরগুলিতে, দেশ এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা অকল্পনীয় এবং অভূতপূর্ব । দেশ কয়েক দশকের পুরনো শৃঙ্খল ভেঙে দিয়েছে... ১৪০ কোটি ভারতীয় আমাদের দেশকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন।"
তিনি দাহোদে একটি প্রকল্পের শিলান্যাস করে জানান, "দাহোদের বৈদ্যুতিক লোকোমোটিভ কারখানাটি আগেই উদ্বোধন করা হয়েছিল। আমি তিন বছর আগে এখানে শিলান্যাস অনুষ্ঠানে এসেছিলাম। অনেকে বলেছিল যে, নির্বাচনের জন্য শিলান্যাস করা হয়েছে। তারা বলেছিল যে কিছুই তৈরি করা হবে না। আজ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করা হয়েছে, যা কিছুক্ষণ আগে চালু করা হয়েছে..."
#WATCH | Gujarat | Addressing a public rally in Dahod, PM Modi says, "... Dahod's electric locomotive factory was inaugurated here a while ago... I came here for the stone-laying ceremony three years ago. People said that the stone-laying was done for the sake of elections; they… pic.twitter.com/UkVt5rp3eX
— ANI (@ANI) May 26, 2025






















