(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi: ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেন, পরীক্ষার অনিয়ম আটকাতে পারছেন না মোদি? প্রশ্ন রাহুলের
Modi Attacks Modi:সোমবার বিষয়টি সংসদে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।
নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা NEET-এ প্রশ্ন ফাঁস, গ্রেস মার্ক-সহ বেনজির দুর্নীতির অভিযোগ। সেই রেশ কাটতে না কাটতেই দুর্নীতির সন্দেহে পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা হয়েছে UGC-NET. সেই নিয়ে এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর। দেশের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিজেপি আধিপত্য কায়েম করেছে বলেও অভিযোগ তুললেন তিনি। সোমবার বিষয়টি সংসদে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। (Rahul Gandhi)
এদিন রাহুল বলেন, "মণিপুর থেকে মহারাষ্ট্র গিয়েছিলাম যাত্রা নিয়ে। হাজার হাজার ছেলেমেয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছিলেন। আজ UGC NET-র প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে। বলা হচ্ছিল, নরেন্দ্র মোদি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছেন, ইজরায়েল এবং গাজার মধ্য়েকার যুদ্ধও নাকি উনি থামিয়ে দিয়েছেন। কিন্তু কোনও কারণে প্রশ্নপত্র ফাঁস আটকাতে পারছেন না মোদি বা আটকাতে চাইছেন না।" (Modi Attacks Modi)
পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়মে পরীক্ষার্থীদের ক্ষতি হয়। যুবসমাজের ভবিষ্যতের সঙ্গে মোদি সরকার ছিনিমিনি খেলছে বলেও অভিযোগ করেন রাহুল। তাঁর কথায়, "আপনাদের ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলা হচ্ছে। মধ্যপ্রদেশে ব্যাপম হয়েছিল, এখন তা গোটা দেশে ছড়িয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার। প্রশ্নপত্র ফআঁসের কারণ হল, উপাচার্য পদে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আধিপত্য বিস্তার করেছেন বিজেপি-র লোকজন এবং তাঁদের অভিভাবক সংস্থা। এই আধিপত্য বিস্তারের রাস্তা করে দিয়েছেন নরেন্দ্র মোদি। এটা দেশবিরোধী কাজ, কারণ এতে দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।"
পর পর প্রশ্নপত্র ফাঁস নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে লোকসভাতেও বিষয়টি তুলে ধরা হবে এবং মোদির জবাব চাওয়া হবে বলে জানিয়েছেন রাহুল। রাহুল মোদির উদ্দেশে বলেন, "মানুষের মনে ভয় সঞ্চার করে, মানুষের মুখবন্ধ করে রেখে সরকার চালাতে চান মোদি। কিন্তু এখন ভয় কেটে গিয়েছে মানুষের। তাই বারাণসীতে মোদির গাড়িতে জুতো ছোড়া হচ্ছে। এই মুহূর্তে বাজপেয়ী বা মনমোহন সিংহ থাকলে সামলে নিতে পারতেন। কারণ ওঁরা বিনয়, সম্মান, সমাধানের পক্ষে। মোদির মধ্যে সেসব কিছু নেই। ওঁক মনে হয় উনি একাই ঠিক। তাই শুধু কংগ্রেস নয়, এখন দেশের কেউই ওঁকে ভয় পান না।" প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চির ছাতি চুপসে ৩২ ইঞ্চি হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন রাহুল।
একের পর এক পরীক্ষায় এই প্রশ্নফাঁসের নেপথ্যে বডড ষড়যন্ত্র রয়েছে বলেও এদিন দাবি করেন রাহুল। তাঁর অভিযোগ, চাকরির সুযোগ এমনিতেই কমিয়ে দেওয়া হয়েছে। এবার পড়াশোনার সুযোগও কমানো হচ্ছে। প্রশ্নফাঁসের তদন্ত হওয়া উচিত এবং দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত বলে দাবি তোলেন তিনি। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ আগে প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির ভরকেন্দ্র ছিল, এখন গুজরাত এবং মধ্যপ্রদেশ দুর্নীতির ল্যাবরেটরি বলে মন্তব্য করেন। আমলা থেকে গোয়েন্দা-সবেতেই নিজেদের লোক ঢোকাচ্ছে বিজেপি, NEET থেকে NET, দেশে জাতীয় সঙ্কট তৈরি হয়েছে বলে দাবি রাহুলের।