করোনা: চিনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বয়কট করা উচিত গোটা বিশ্বের, মত রামদেবের
'বাকি বিশ্বে চিনকে বয়কট করতে উদ্যোগ নিক ভারত'
নয়াদিল্লি: বিশ্বের সর্বত্র করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার জন্য চিনকেই কাঠগড়ায় দাঁড় করালেন যোগগুরু রামদেব। তাঁর দাবি, আন্তর্জাতিক মহলের উচিত চিনকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে একঘরে করা। ট্যুইটারে রামদেব বলেন, ভারতেরও উচিত বিষয়টিকে কূটনৈতিক স্তরে উত্থাপন করা। মাইক্রো-ব্লগিং সাইটে রামদেব লেখেন, সমগ্র বিশ্বকে বিপদের মুখে ফেলে অত্যন্ত অমানবিক ও অনৈতিক কাজ করেছে চিন। এর ফলস্বরূপ, বিশ্ববাসীর উচিত চিনকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বয়কট করে শাস্তি দেওয়া। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের উচিত এই বিষয়ে উদ্যোগ নেওয়া। প্রসঙ্গত, গত বছর চিনের হুবেই প্রদেশের উহান শহরে উৎস হওয়া এই মারণ ভাইরাসে এখনও পর্যন্ত বিশ্বে সংক্রমিত ১২ লক্ষের বেশি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই চিনের বিরুদ্ধে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। এদিকে, করোনার প্রকোপে, ভারতে ২১-দিনের লকডাউন চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, এখনও পর্যন্ত দেশে ৭৫ জন মারা গিয়েছেন। আক্রান্ত ৩ হাজারের বেশি।