এক্সপ্লোর
রাশিয়ায় ভ্যাকসিনের উৎপাদন শুরু,এ মাসের শেষে আসছে বাজারে
১১ অগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, করোনার প্রতিষেধক তৈরি করে ফেলেছেন তাঁরা। তাঁর মেয়ের উপর প্রয়োগ করার পর সুস্থ রয়েছে সে। প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে প্রতিষেধক তৈরির কাজে হাত লাগিয়েছিল মস্কোর গামালিয়া সায়েন্টিফিক রির্সাচ ইন্সস্টিটিউট।

মস্কো: কোভিড -১৯ ভ্যাকসিনের রোগের প্রথম ব্যাচের প্রতিষেধকের উৎপাদন শুরু করেছে রাশিয়া। স্বাস্থ্য মন্ত্রককে উদ্ধৃত করে শনিবার এ কথা জানিয়েছে সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স। চলতি মাসের শেষ দিকে তা বাজারে এসে যাবে বলেও জানা যাচ্ছে। ১১ অগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, করোনার প্রতিষেধক তৈরি করে ফেলেছেন তাঁরা। তাঁর মেয়ের উপর প্রয়োগ করার পর সুস্থ রয়েছে সে। প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে প্রতিষেধক তৈরির কাজে হাত লাগিয়েছিল মস্কোর গামালিয়া সায়েন্টিফিক রির্সাচ ইন্সস্টিটিউট। প্রেসিডেন্টের ঘোষণার পর সপ্তাহ খানেকও পেরয়নি। স্বাস্থ্যমন্ত্রককে উদ্ধৃত করে সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এবার টিকা উৎপাদনের কাজও শুরু হয়ে গিয়েছে। অগস্টের শেষে তা মিলবে বাজারে। বিশ্বের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাশিয়া প্রতিষেধকের নাম রেখেছে স্পুটনিক ফাইভ। কিন্তু তৃতীয় পর্যায়ের পরীক্ষা হওয়ার আগে প্রতিষেধক ঘোষণা করে দেওয়ায় বিজ্ঞানীদের একাংশ টিকার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ওই প্রতিষেধক মানবদেহের ক্ষেত্রে কতটা নিরাপদ, তা নিয়েও প্রশ্ন রয়ে গিয়েছে। তৃতীয় পর্যায়ের পরীক্ষার ফল জানার আগেই এবার প্রতিষেধকের উৎপাদন তৈরি করা কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজ্ঞানীদের একাংশের মতে টিকা তৈরির দৌড়ে গোটা বিশ্বে প্রথম হওয়ার জন্য পুতিন প্রশাসনের এতটা তাড়াহুড়ো বিপদ না আরও বাড়িয়ে দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















