Sarada Scam: সারদাকাণ্ডে ফের শিল্পী শুভাপ্রসন্নকে তলব
সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য চলতি মাসেই দুবার কুণাল ঘোষকে তলব করেছে ইডি। তার মধ্যে প্রথম দফায় সারদাকাণ্ডে কুণাল ঘোষকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় দু’বছর পর সারদাকাণ্ডে ফের কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি। বিভিন্ন নথি ইতিমধ্যে ইডিকে কুণাল ঘোষ জমা দিয়েছেন বলে সূত্রের খবর।
![Sarada Scam: সারদাকাণ্ডে ফের শিল্পী শুভাপ্রসন্নকে তলব Sarada Scam: artist Subhaprasanna got notice from ED,TMC Samir Chakraborty faced the same Sarada Scam: সারদাকাণ্ডে ফের শিল্পী শুভাপ্রসন্নকে তলব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/10/14c4117c18f0b9c5d4dd7387af745abe_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সারদাকাণ্ডে এবার শিল্পী শুভাপ্রসন্নকে নোটিস ইডি-র। ১৫ মার্চ ইডি অফিসে হাজিরার নির্দেশ। একই মামলায় তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকেও তলব।
সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য চলতি মাসেই দুবার কুণাল ঘোষকে তলব করেছে ইডি। তার মধ্যে প্রথম দফায় সারদাকাণ্ডে কুণাল ঘোষকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় দু’বছর পর সারদাকাণ্ডে ফের কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি। বিভিন্ন নথি ইতিমধ্যে ইডিকে কুণাল ঘোষ জমা দিয়েছেন বলে সূত্রের খবর। তাঁর কাছে সারদা সংক্রান্ত আর কী কী নথিপত্র রয়েছে সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করবেন ইডি-র আধিকারিকরা। মিলেছে নতুন তথ্য, দাবি ইডির। এরপর দ্বিতীয় দফায় ৮ মার্চ হাজিরা দেন তৃণমূল মুখপাত্র। গত পরশু জেরায় কুণাল ঘোষ জানিয়েছেন, সুদীপ্ত সেনকে যে টাকা দিয়েছিলেন এবং আয়কর বাবদ যে টাকা দিয়েছিলেন সেটা বাদে সব টাকা ফিরিয়ে দেবেন তিনি। এর পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। সূত্রের খবর, তৃণমূলের মুখপাত্রকে নতুন করে জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালীদের আর কাছাকাছি পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।
উল্লেখ্য যদিও এই প্রথম নয়, এর আগেও শিল্পী শুভাপ্রসন্নকে তলব করেছিল ইডি। বছর দেড়েক আগে শেষবার সারদাকাণ্ডে শিল্পী শুভাপ্রসন্নকে তলব করে সিবিআই। লোকসভা ভোটের পর কার্যত সারদা কাণ্ড নিয়ে ঝাপিয়ে পড়ে সিবিআই। সেই সময় তদন্তে ছবি সংক্রান্ত তথ্য হাতে সামনে উঠে আসে বলে জানা যায়। যার সঙ্গে টাকা লেনদেনের সম্পর্ক ছিল। এবার দোরগোড়ায় আরও একটা নির্বাচন। আর ঠিক তার আগেই ফের সারদাকাণ্ড নিয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর এতে রাজনৈতিক অভিসন্ধির ছাপ দেখতে পাচ্ছে ওয়াকিবহল মহল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)