End Of World : আর ৩৫ বছরেই শেষ হবে পৃথিবী, ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন নিউটন ?
জানেন কী, পৃথিবীর শেষের বিষয়ে ভয়াবহ ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন স্বয়ং আইজ্যাক নিউটন ? সম্প্রতি নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি আর্টিকলে দাবি করা হয়েছে তেমনটাই।

কলকাতা : পৃথিবীর ধ্বংস বা সর্বনাশ সম্পর্কে নানা তথ্য অনেক সময়ই প্রকাশিত হয়। বিভিন্ন জ্যোতিষশাস্ত্রবিদ ও ভবিষ্যৎদ্রষ্টা বিভিন্ন সময়ে পৃথিবীর শেষ সম্পর্কে নানা সন - তারিখ উল্লেখ করেছেন। প্রতিবারই বছর শুরু সময় এই নিয়ে শুরু হয় জল্পনা। এর মধ্যে সব থেকে বেশি আলোচিত হয় নস্ত্রাদামুস ও বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর বিষয়টি। সাম্প্রতিক কালে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাবা ভাঙ্গা ৫০৭৯ সালে পৃথিবীর ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেছেন। অতএব হিসেব মতো আরও তিন হাজার বছর হাতে রয়েছে। তবে ২০২৫ সাল যে ভয়ঙ্কর যুদ্ধ-বিগ্রহের বছর হবে, সেই নিয়েও তাঁর ভবিষ্যদ্বাণী রয়েছে। কিন্তু জানেন কী, পৃথিবীর শেষের বিষয়ে ভয়াবহ ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন স্বয়ং আইজ্যাক নিউটন ? সম্প্রতি নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি আর্টিকলে দাবি করা হয়েছে তেমনটাই।
বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছেন , ৫০৭৯ সাল মানব জাতির জন্য চূড়ান্ত ধ্বংসের দিন হবে, যার সাথে পৃথিবীর শেষ হবে। আর আইজ্যাক নিউটনের ভাবনা যদি মিলে যায়, তাহলে আর মাত্র কয়েক দশকের মধ্যেই শেষ দেখবে পৃৃথিবী।
কী বলেছিলেন নিউটন ?
স্যার আইজ্যাক নিউটন ১৭০৪ সালে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন, পৃথিবী ২০৬০ সালে ধ্বংস হবে। কিংবদন্তি বিজ্ঞানী বাইবেলের গ্রন্থগুলির উপর ভিত্তি করে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি গণনা করেছিলেন , রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার ১,২৬০ বছর পরে পৃথিবী পুনরায় প্রতিষ্ঠিত হবে। সেই হিসেব ধরলে দাঁড়ায় ২০৬০ সাল।
নিউইয়র্ক পোস্টের মতে, নিউটনের লেখা অনুসারে, এই সময়কালে পৃথিবীতে হাজার বছরের শান্তির রাজ্য প্রতিষ্ঠার জন্য খ্রীস্ট এবং সন্তদের প্রত্যাবর্তনের আগে মহামারী, যুদ্ধে দুষ্ট জাতির ধ্বংস আসবে ।
নিউ ইয়র্ক পোস্টের মতে, ১৭০৪ সালে লেখা বিজ্ঞানী তাঁর একটি চিঠিতে লিখেছিলেন, পৃথিবী ২০৬০ সালে শেষ হতে পারে। যদিও তিনি তার চিঠিতে "শেষ" শব্দটি ব্যবহার করেননি, বরং তিনি "পুনঃপ্রতিষ্ঠা" শব্দটি ব্যবহার করেছেন। তাই মনে করা হচ্ছে যে ২০৬০ সালে বিশ্ব একটি নতুন যুগের সূচনা হতে পারে। প্রতিবেদনে দাবি, নিউটন বাইবেলের "বুক অফ ড্যানিয়েল" থেকে তারিখ গণনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন।
এখন দেখার এই তথ্য মেলে কিনা। এরই মধ্যে ২০২৫ সালেই পৃথিবীর ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে ভয়াবহ ভবিষ্যদ্বাণী করেছেন এক যুবক-হিপনোথেরাপিস্ট। তাঁর ভবিষ্যৎবাণীও নাকি বেশ মিলে যায় বলে অনেকের দাবি। ২০১৮ সালে কোভিড-১৯ মহামারীর সঠিক পূর্বাভাস দিয়েছিলেন তিনি। ২০২৫ সালের জন্য ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছেনহিপনোথেরাপিস্ট নিকোলাস আউজুলা। দ্য মিররের এক প্রতিবেদন অনুসারে ,তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে ২০২৫ সালে । ধর্ম এবং জাতীয়তাবাদের নামে মানুষকে একে অপরের গলা কাটতে দেখা যাবে। রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটবে।






















