(Source: ECI/ABP News/ABP Majha)
SBI Home Loan: গৃহঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক, জেনে নিন বিস্তারিত
গৃহঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গৃহঋণের ক্ষেত্রে ৭০ বেসিস পয়েন্টস (বিপিএস) ছাড় দিচ্ছে। শুরু হচ্ছে ৬.৭০ শতাংশ থেকে। এটি একটি সীমিত সময়ের অফার, যা শেষ হবে ৩১ মার্চ। ঋণপ্রদানকারী এই ব্যাঙ্ক প্রোসেসিং ফি-তেও ১০০ শতাংশ ছাড় দিচ্ছে। সুদের হারের ক্ষেত্রে ছাড় ঋণগ্রহীতার সিআইবিআইএল স্কোর ও ঋণের পরিমাণের ওপর নির্ভর করছে।
নয়াদিল্লি: গৃহঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গৃহঋণের ক্ষেত্রে ৭০ বেসিস পয়েন্টস (বিপিএস) ছাড় দিচ্ছে। শুরু হচ্ছে ৬.৭০ শতাংশ থেকে। এটি একটি সীমিত সময়ের অফার, যা শেষ হবে ৩১ মার্চ। ঋণপ্রদানকারী এই ব্যাঙ্ক প্রোসেসিং ফি-তেও ১০০ শতাংশ ছাড় দিচ্ছে। সুদের হারের ক্ষেত্রে ছাড় ঋণগ্রহীতার সিআইবিআইএল স্কোর ও ঋণের পরিমাণের ওপর নির্ভর করছে। যে সব ঋণগ্রাহকদের শোধের রেকর্ড ভালো তাঁদের আরও উপযুক্ত হারের সুবিধা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান অফারে ইএমআই কমলে তা গ্রাহকদের সামর্থ্য অনেকটাই বাড়াবে।
স্টেট ব্যাঙ্কের ডিএমডি (রিটেল বিজনেস) সালোনি নারায়ণ বলেছেন, সম্পূর্ণ সচ্ছ্বতার জন্য আমাদের গ্রাহকদের আমাদের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে। সুদের হারের ক্ষেত্রে যে হ্রাস করা হয়েছে, তা ঋণ নিতে ইচ্ছুক যে কোনও কারুর কাছেই সেরা।
এসবিআই গৃহ ঋণে সুদের হার সিআইবিআইএল স্কোরের সঙ্গে যুক্ত এবং ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণে সুদের হার শুরু ৬.৭০ শতাংশ থেকে এবং ৭৫ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রে তা ৬.৭৫ শতাংশ।
গ্রাহকরা অতিরিক্ত ৫ বিপিএল ছাড় পেতে বাড়িতে বসে ইয়োনো অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মহিলা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে বিশেষ ৫ বিপিএস ছাড় দেওয়া হচ্ছে।