গাড়িতে বস্তাবন্দি ৪২ কেজি বাংলাদেশের ইলিশ, মেখলিগঞ্জে গ্রেফতার ৩ পাচারকারী
বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ইলিশ পাচারের সময় মেখলিগঞ্জ পুলিশের হাতে ধরা পড়ল ৩ পাচারকারী।
কোচবিহার: বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ইলিশ পাচারের সময় মেখলিগঞ্জ পুলিশের হাতে ধরা পড়ল ৩ পাচারকারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জে।
পুলিশের তরফে জানানো হয়েছে, আজ তাঁরা গোপন সূত্রে খবর পেয়ে মেখলিগঞ্জ। সেখানে লাল রঙের একটি গাড়ি আটকায় তাঁরা। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বস্তা তাঁদের হাতে আসে। ওই বস্তা খুলতেই চোখ কপালে ওঠে পুলিশকর্মীদের। ৪, ৫ কেজি নয় বস্তার মধ্যে ছিল ৪২ কেজি ইলিশ। পুলিশের অনুমান, এই মাছগুলো বাংলাদেশ সীমান্ত পেরিয়ে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের তিন জনই কুচলিবাড়ি থানা এলাকায়। অভিযুক্তদের আজ আদালতে তোলা হয়েছে।
কোচবিহার জেলায়, বিশেষ করে সীমান্ত এলাকায় ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়ে এভাবেই বাংলাদেশ থেকে ইলিশের চোরাচালান চলত। কোচবিহারের একাধিক বাজারে এভাবেই পৌঁছে যেত বাংলাদেশের ইলিশ। সেই ইলিশ এখানে অনেক দামে বিক্রি হয় বলেই এই চোরাচালান চলে বলে জানতে পেরেছে তদন্তকারীরা। কোচবিহার ছাড়াও আরও অন্যান্য জায়গা থেকে এভাবে বাংলাদেশি ইলিশের চোরাচালান করা হয় কিনা, তাই তদন্ত করে দেখছে মেখলিগঞ্জ থানা।