Doctor Blood Donation: বৌভাতের দিন বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন বনগাঁর চিকিৎসকের
Blood Donation Camp: রক্তদান করেছেন নববধূও।
সমীরণ পাল, বনগাঁ: নিজের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির উত্তর ২৪ পরগনার বনগাঁর এক চিকিৎসকের।
করোনা আবহে রাজ্যে রক্তদান শিবির প্রায় নেই বললেই চলে। ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ভাণ্ডার একেবারেই তলানিতে। ফলে সমস্যায় পড়েছেন রোগীরা। সে কথা মাথায় রেখেই এই অভিনব ভাবনা ওই চিকিৎসকের।
নিজের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করেন বনগাঁর চিকিৎসক সম্রাট মন্ডল। বনগাঁর সহিষপুর অঞ্চলের বাসিন্দা সম্রাট পেশায় ডেন্টাল সার্জেন। সোমবার আফরোজা মল্লিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সম্রাট। মঙ্গলবার বাড়িতে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানের আগেই নিজের বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি। বেশ কয়েকজন এগিয়ে আসেন। এই উদ্যোগে সামিল হয়ে অনেকেই রক্তদান করেন।
সম্রাট জানিয়েছেন, ‘করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় রক্তের সঙ্কট সামনে থেকে দেখেছি। সেই কারণেই নিজের বিয়েতে রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছি।’
পাশাপাশি সাধারণ মানুষকে সামাজিক হওয়ার বার্তাও দেন তিনি। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের লোকজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা।
নববধূ আফরোজাও রক্তদান করেছেন। তিনি বলেছেন, ‘নিজের বিয়েতেই প্রথমবার রক্ত দিলাম। স্বামীর এই উদ্যোগে সামিল হতে পেরে ভাল লাগছে।’
এ বিষয়ে চিকিৎসক ডক্টর পল্লব কুমার দে জানিয়েছেন, ‘এটি অভিনব উদ্যোগ। এই কাজ সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে যাক। তাহলেই রক্তের ভান্ডার পূর্ণ হবে।’