এক্সপ্লোর
টেস্ট ড্রাইভের নামে মালিকের ছেলে ও গাড়ি নিয়ে চম্পট দিল ‘চোর’
![টেস্ট ড্রাইভের নামে মালিকের ছেলে ও গাড়ি নিয়ে চম্পট দিল ‘চোর’ Car Stolen And Its Owners Son Also Abducted At Asansol টেস্ট ড্রাইভের নামে মালিকের ছেলে ও গাড়ি নিয়ে চম্পট দিল ‘চোর’](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/28091251/etx-asn-asansol-OLX-Car-theft-vis-280816-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বর্ধমান: টেস্ট ড্রাইভের নাম করে, গাড়ি-সহ মালিকের ছেলেকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের হীরাপুরে।
জিনিসের ছবি, সঙ্গে প্রত্যাশিত দাম। অনলাইনেই দর কষাকষি, অনলাইনেই বিক্রি! প্রযুক্তির দৌলতে এখন এভাবেই দেদার বিকোচ্ছে পুরনো জিনিস। এমনই এক সাইটে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিপত্তিতে আসানসোলের এই পরিবার!
পুলিশ সূত্রে খবর, হীরাপুর থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তি, সম্প্রতি নিজের পুরনো গাড়ি বিক্রি করতে চেয়ে ইন্টারনেটে বিজ্ঞাপন দেন। এই বিজ্ঞাপন দেখে গত ২৫ অগাস্ট তাঁর বাড়িতে যায় দুই যুবক। টেস্ট ড্রাইভের জন্য গাড়ির মালিকের এক ছেলে তাদের সঙ্গে যান। পরিবারের দাবি, এর পর থেকে ওই যুবকের আর কোনও মিলছে না! নিখোঁজ যুবকের ভাই জানিয়েছেন, গাড়িতে ওঠার আধ ঘণ্টার মধ্যেই দাদার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
ছেলে না ফেরায় ওই দিনই বিষয়টি পুলিশকে জানান ইস্কোর অবসরপ্রাপ্ত এই কর্মী। যদিও এখনও খোঁজ নেই তাঁর সাতাশ বছরের ছেলের।
পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে, যে নম্বর থেকে, ওই দুই যুবক ফোন করেছিল, সেটা তাদের নিজেদের নম্বর নয়। অনলাইনে পুরনো গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে, দু’দিন আগে সল্টলেক থেকে এক অটোমোবাইল ইঞ্জিনিয়রকে গ্রেফতার করে পুলিশ। এক্ষেত্রে অবশ্য নিজেদের পুরনো গাড়ি বিক্রি করতে গিয়ে বেপাত্তা যুবক!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)