এক্সপ্লোর
Advertisement
নারদ মামলা: সুপ্রিম কোর্টে ভৎর্সনার মুখে পড়ল রাজ্য সরকার
নয়াদিল্লি: নারদ-মামলায় সিবিআই তদন্ত তো বহাল রইলই। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলে তীব্র ভৎর্সনার মুখে পড়ল রাজ্য সরকার। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ যখন তৃণমূলের আবেদন শুনছে, তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই মর্মে রাজ্য সরকারের আবেদনটিও তৃণমূলের আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
সেসময় মামলাকারী ব্রজেশ ঝা-র আইনজীবী হরিশ সালভে উঠে দাঁড়িয়ে বিচারপতিদের উদ্দেশে বলেন, রাজ্য সরকার তাদের আবেদনে হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলেছে।
একথা শুনেই আবেদন খুঁটিয়ে দেখেন প্রধান বিচারপতি। তারপর ক্ষুব্ধ স্বরে তিনি বলেন,এই মন্তব্য (হাইকোর্টের রায় পক্ষপাতদুষ্ট) দুর্ভাগ্যজনক। এই কথা আমরা সরাসরি খারিজ করে দিচ্ছি। আপনারা মন্তব্য প্রত্যাহার করুন। নিঃশর্ত ক্ষমা চান।
সেই মতো নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন প্রত্যাহার করে নিতে হয় রাজ্য সরকারের আইনজীবীকে।
এরইসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন পর্যবেক্ষণে এও জানিয়ে দিয়েছে, হাইকোর্টের রায়ে তারা কোনও ত্রুটি খুঁজে পাননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement