'সাহস থাকে ভাইপো না বলে নাম বলুন', বিজেপিকে চ্যালেঞ্জ কুণালের, 'কে দিদি কে ভাইপো সকলে জানে', পাল্টা দিলীপ
‘মুকুল রায়কে দলে নিয়ে সারদা নিয়ে জ্ঞান দেবেন না’, তোপ তৃণমূল নেতার
!['সাহস থাকে ভাইপো না বলে নাম বলুন', বিজেপিকে চ্যালেঞ্জ কুণালের, 'কে দিদি কে ভাইপো সকলে জানে', পাল্টা দিলীপ TMC Leader Kunal Ghosh attacks Kailash Vijayvargiya Mukul Roy BJP State President Dilip Ghosh Reacts 'সাহস থাকে ভাইপো না বলে নাম বলুন', বিজেপিকে চ্যালেঞ্জ কুণালের, 'কে দিদি কে ভাইপো সকলে জানে', পাল্টা দিলীপ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/22192033/web-kunal-dilip-2-win-still-221120.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করায় বিজেপির তীব্র সমালোচনা করলেন কুণাল ঘোষ। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপিকে চ্যালেঞ্জ করে তৃণমূল নেতা বলেন, ‘যদি সাহস থাকে ভাইপো না বলে নাম উচ্চারণ করুন।’ তাঁর কটাক্ষ, ‘বিসিসিআই-য়ে কৈলাসের ভাইপো বসে আছেন।’ কুণালের প্রশ্ন, ‘রাজনীতিবিদের পরিবারে রাজনীতিবিদ হতে পারেন না?’
কুণালের দাবি, ‘গতকাল কৈলাস বিজয়বর্গীয় রামনগরে মিথ্যে ভাষণ দিয়েছেন। তৃণমূলর যুবনেতাকে নিশানা করে মিথ্যাচার করেছেন।’ তাঁর মতে, ‘রাজনীতিতে পাল্লা দিতে না পারায় চরিত্রহনন করছেন। বিজেপি ভয় পাচ্ছে বলেই যুবনেতাকে আক্রমণ করছে।’ কৈলাশ-পুত্র আকাশকে হাতিয়ার করেও বিজেপিকে নিশানা করেন কুণাল। বলেন, ‘কৈলাস-পুত্র আকাশ বিজয়বর্গীয় পুরকর্মীদের মেরেছিলেন। আকাশ বিজয়বর্গীয় নিজেও তো বিজেপির বিধায়ক। গুণ্ডামি করে গ্রেফতার হয়েছিলেন আকাশ।
মুকুল রায় নিয়েও এদিন বিজেপিকে আক্রমণ করেন কুণাল। বলেন, ‘২০১৫-য় বলেছিল ভাগ মুকুল ভাগ। তাঁকেই তো আবার দলে নিয়েছে বিজেপি।’ কুণালের তোপ, ‘মুকুল রায়কে দলে নিয়ে সারদা নিয়ে জ্ঞান দেবেন না। যে সিন্ডিকেটের কথা বলেছিলেন, তিনিই আজ বিজেপিতে। দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত করুন। তিনি যোগ করেন, ‘মুকুলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের অনুরোধ করেছিলাম। এখনও সিবিআই কোনও পদক্ষেপ করেনি। মির্জার বয়ান অনুযায়ী মুকুল রায়কেও গ্রেফতার করা উচিত।’
এপ্রসঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, 'কে দিদি, কে ভাইপো, সকলেই জানে। এনিয়ে আলাদা করে বলার নেই। আর নাম যখন বলার সময় আসবে, তখন ঠিক বলে দেওয়া হবে।' তিনি যোগ করেন, বিজেপি কাউকে ভয় পায় না। পেলে ১৮ আসন পেত না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)