WB Corona Cases: ৪২ দিন পরে দশ হাজারের নীচে নামল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, ফের বাড়ল মৃত্যু
এদিকে, গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৭২২ জন।
কলকাতা : রাজ্যের করোনাচিত্রে আশার আলো। দীর্ঘ ৪২ দিন পরে ফের দশ হাজারের নীচে নামল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের ১ জুনের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। যদিও কিছুটা চিন্তা বাড়িয়ে ফের অল্প বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত একদিনে ১৩৭ জন রাজ্যবাসী মারণ ভাইরাসের প্রকোপে প্রাণ হারিয়েছেন।
রাজ্যে শেষবার দৈনিক সংক্রমণ দশ হাজারের নীচে ছিল ২০ এপ্রিল। সেদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৯ হাজার ৮১৯ জন। যার পরের দিনই তা দশ হাজারের গণ্ডি টপকে প্রায় ১১ হাজার ছুঁইছুঁই হয়ে গিয়েছিল। এদিকে, গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছিল, সেখানেই দেখা গিয়েছিল ঠিক ৪২ দিন পরেই দৈনিক সংক্রমণ ১১ হাজারের নীচে নেমেছে।
সোমবারের রিপোর্ট অনুযায়ী অবশ্য গত একদিনে রাজ্যে করোনার মৃত্যু হয়েছিল ১৩১ জনের। এদিন সেটা কিছুটা বেড়ে পৌঁছে গিয়েছে ১৩৭ জনে। তবে রাজ্যে লাগু কঠোর বিধিনিষেধের যে সংক্রমণের গতি যে নিম্নমুখী সেটা পরিষ্কার সুস্থতার সংখ্যায়। কারণ গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৭২২ জন। যার সুবাদে ৮ হাজার ৪৩৫ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে এসেছে ৭৮ হাজার ৬১৩ জনে। দুদিন আগেই যা ১ লক্ষের নীচে নেমেছে।
এদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৬৫ হাজার ৪১টি। যার মধ্যে ৯ হাজার ৪২৪টি স্যাম্পেলই পজিটিভ। যার জেরে এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট ১১.০৯ শতাংশ। যা নিয়ে অবশ্য চিন্তা বজায় রয়েছে ওয়াকিবহাল মহলের।
পাশাপাশি গত কয়েকদিনের মতোই রাজ্যের কোভিডের জেরে সবথেকে বেশি প্রভাবিত দুই জেলা উত্তর ২৪ পরগণা ও কলকাতাতেও সংক্রমণ চিত্র নিম্নগামী। গত একদিনে উত্তর ২৪ পরগণা ও কলকাতা জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে ২ হাজার ২০৮ জন ও ১ হাজার ৩২ জন। দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৩৫ ও ৩২ জনের মৃত্যু হয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )