মায়ের বিবাহ-বহির্ভূত সম্পর্কে ‘আপত্তি’, খুন ছেলে
নদিয়া: নদিয়ার চাপড়ায় যুবককে কুপিয়ে খুন। অভিযোগ, মায়ের বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় এই ঘটনা। গ্রেফতার মায়ের প্রেমিক। কাজের জন্য বাইরে গিয়েছিলেন। কয়েক মাস হল বাড়ি এসেছিলেন চাপড়ার এই যুবক। কিন্তু বাড়িতে এসে তাঁকে নৃশংসভাবে খুন হতে হল! অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে! এক্ষেত্রেও সামনে এল বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব! শুক্রবার রাতে খাওয়ার পর, বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন সন্তোষ বিশ্বাস। সেই সময় ২-৩ জন তাঁর ওপর চড়াও হয়। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বছর পঁচিশের এই যুবককে। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। কিন্তু কেন এই খুন? পরিবারের দাবি, সন্তোষের মা কৌশল্যা বিশ্বাসের সঙ্গে স্থানীয় বাসিন্দা শঙ্কর বিশ্বাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। বাড়ি ফেরার পর, মায়ের এই সম্পর্কের কথা জানতে পারেন সন্তোষ। প্রতিবাদ করায় শুরু হয় অশান্তি। অভিযোগ, ‘পথের কাঁটা’ সন্তোষকে সরাতে এই খুন করেছেন তাঁর মায়ের প্রেমিক শঙ্কর বিশ্বাস। নিহতের আত্মীয়র দাবি, শঙ্করের সঙ্গে মায়ের সম্পর্ক। শঙ্করই এসে কোপায়। এর আগেও ওর ওপর আক্রমণ হয়েছিল। ঘটনার পর থেকেই বেপাত্তা নিহত যুবকের মা। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ক’দিন আগে, জলপাইগুড়িতে এক বিমা আধিকারিককে খুনের অভিযোগে, তাঁর স্ত্রী ও মেয়েকে পুলিশ গ্রেফতার করেছে। এক্ষেত্রেও উঠেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, মা ও তাঁর প্রেমিকের সঙ্গে খুনের ষড়যন্ত্রে মেয়েও সামিল ছিলেন। আর নদিয়ায়, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে ছেলেকে খুনের অভিযোগ উঠল, জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে!