এক্সপ্লোর
Advertisement
বছরের শেষ সূর্যগ্রহণ আগামীকাল, কোথা থেকে দেখা যাবে?
আগামীকাল ১৪ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে।
নয়াদিল্লি: বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামীকাল, সোমবার। বছরের শেষ সূর্যগ্রহণ নিয়ে উচ্ছ্বসিত বিশ্ববাসী। তবে সূর্যগ্রহণ বেশ কিছু চর্চিত মতবাদ এখনও আছে। যার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। জ্যোতিষবিদ্যার সঙ্গে সম্পর্কের পাশাপাশি, ভারতে ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ নিয়ে আজও অনেক কুসংস্কারও আছে।
কোথা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ?
আগামীকাল ১৪ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে। একইসঙ্গে চিলি, আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর সূর্যগ্রহণ দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত, দক্ষিণ-পশ্চিম আফ্রিকা, আন্টার্কটিকা থেকে আংশিক দেখা যাবে। চিলির সান্টিয়াগো, ব্রাজিলের সাও পাওলো, পেরুর লিমা, উরুগুয়ের মন্টেভিডিও সূর্যগ্রহণের সাক্ষী থাকবে। ভারতের সময় অনুযায়ী সন্ধে নাগাদ এই সূর্যগ্রহণ হবে। তাই ভারত থেকে দেখা যাবে না গ্রহণ।
উল্লেখ্য, জুন মাসে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। ভারতে এই গ্রহণ দেখা যায়। ২০ জুনের ওই সূর্যগ্রহণ ৫ ঘণ্টা স্থায়ী ছিল। ভারতীয় সময় অনুযায়ী, সূর্যগ্রহণ শুরু হয়, সকাল ৭টা ৩-এ। শেষ হয় ১২টা ২৩ মিনিটে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement