এক্সপ্লোর
Advertisement
উত্তরপূর্ব দিল্লিতে পুলিশ অফিসারের দিকে পিস্তল তাক করা যুবক গ্রেফতার, নাম শাহরুখ
গতকাল ঘটনাস্থলের নিকটবর্তীর একটি বাড়ির ছাদ থেকে এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে তোলা শিহরণ জাগানো ভিডিওতে দেখা যায়, একা ওই পুলিশ অফিসার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। তাঁর দিকে এগিয়ে যাচ্ছে ওই পিস্তলধারী ও আরও অন্তত ৬ জন।
নয়াদিল্লি: উত্তরপূর্ব দিল্লির গতকালের বেনজির হিংসায় জাফরাবাদে পুলিশের দিকে বেপরোয়া ভঙ্গিতে গুলি চালাতে দেখা গিয়েছিল যে লাল রঙের টি-শার্ট পরা যুবককে, তাকে গ্রেফতার করল পুলিশ। ৩৩ বছরের যুবকের নাম শাহরুখ বলে জানিয়েছে পুলিশ। তার গতকালের গুলি চালানোর দৃশ্য ভাইরাল হয়েছে। তাতে পিস্তল উঁচিয়ে তেড়ে যেতে দেখা যাচ্ছে তাকে। তার সামনে এক নিরস্ত্র দিল্লি পুলিশের অফিসার। পিস্তল দেখিয়ে অফিসারকে হাত উপরে তুলে পিছতে বাধ্য করছে সে। তারপর রাস্তার আরেকদিকে বারবার শূন্যে গুলি চালাতে দেখা যাচ্ছে তাকে। শাহরুখ শাহদরার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এপর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে তার সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে উত্তরপূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায় এক পুলিশকর্মী সমেত সাতজন মারা গিয়েছে। জখম শতাধিক।
গতকাল রাতে শাহরুখের বিরুদ্ধে অস্ত্র আইনে এফআইআর রুজু করে তাকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করে পুলিশ।
গতকাল ঘটনাস্থলের নিকটবর্তীর একটি বাড়ির ছাদ থেকে এক প্রত্যক্ষদর্শীর মোবাইলে তোলা শিহরণ জাগানো ভিডিওতে দেখা যায়, একা ওই পুলিশ অফিসার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। তাঁর দিকে এগিয়ে যাচ্ছে ওই পিস্তলধারী ও আরও অন্তত ৬ জন। শাহরুখ তাঁর দিকে বন্দুক তাক করতে তিনি ধীরে ধীরে হাত উপরে তুলে পিছিয়ে যাচ্ছেন। সে শূন্যে গুলি ছুঁড়ছে, আতঙ্কে ছুটোছুটি করছে রাস্তার অন্য পারের লোকজন। পুলিশ অফিসারটি হাত ওপরে তোলা অবস্থায় আরও পিছোচ্ছেন, কিছু লোকজন চিত্কার করে তাঁর দিকে পাথর ছুঁড়ছে।
এদিকে গতকালের পর নতুন করে অশান্তি ছড়ায় আজ। পাথর ছোঁড়া, আগুন ধরানো, লুঠপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাতেই দিল্লি পুলিশের প্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও পদস্থ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালও হিংসাকবলিত এলাকার দলীয় বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক করেন। তিনি ট্যুইট করেন, আমি খুবই উদ্বিগ্ন দিল্লির কিছু এলাকায় চলতি অশান্তির জন্য। আমাদের সবাইকেই আমাদের শহরের শান্তি ফেরাতে চেষ্টা চালাতে হবে। প্রত্যেককে আবারও বলছি, হিংসা ছাড়ুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement