Queen Elizabeth II Death: প্রয়াত রাজপরিবারের প্রধান, কী রীতি-রেওয়াজ এর পর?
Protocols To Be Followed: ৭০ বছর 'রাজত্বের' পর প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর স্বামী, প্রিন্স ফিলিপ, গত বছর এপ্রিলেই মারা গিয়েছেন। হিসেবমতো এবার ব্রিটেনের রাজা হওয়ার কথা প্রিন্স চার্লসের।
লন্ডন: ৭০ বছর 'রাজত্বের' (reign) পর প্রয়াত ব্রিটেনের (britain) রানি দ্বিতীয় এলিজাবেথ (queen elizabeth II)। তাঁর স্বামী, প্রিন্স ফিলিপ, গত বছর এপ্রিলেই মারা গিয়েছেন। হিসেবমতো এবার ব্রিটেনের রাজা হওয়ার কথা প্রিন্স চার্লসের। কিন্তু সে তো পরের কথা। আপাতত ব্রিটেনেশ্বরীর প্রয়াণের পর কী কী হতে চলেছে সেখানে? রাজপরিবারের প্রধানের মৃত্য়ুর পর ঠিক কী কী করা হবে?
কী বলছে প্রোটোকল?
পূর্ব নির্ধারিত প্রোটোকল অনুযায়ী, রানির মৃত্যুর পর থেকেই 'অপারেশন লন্ডন ব্রিজ' শুরু হওয়ার কথা। আজ থেকে ১০ দিন পর্যন্ত অর্থাৎ রানির শেষকৃত্য না হওয়া পর্যন্ত কিছু না কিছু হতে থাকবে। দস্তুর অনুযায়ী, রানির মৃত্যুর খবর ব্রিটেনের প্রধানমন্ত্রীকে পৌঁছে দেবেন প্রয়াতের প্রাক্তন ব্যক্তিগত সচিব। পাশাপাশি আরও কয়েক জন উচ্চপদস্থ মন্ত্রী ও বর্ষীয়ান আধিকারিকদেরও এই খবর জানানোর কথা। তার পরই কমনওয়েলথভুক্ত দেশগুলিকে এই খবর জানানো হবে। লন্ডনের গোপন জায়গায় বিদেশ বিভাগের যে গ্লোবাল রেসপন্স সেন্টারের দফতরগুলি রয়েছে তাদেরই এই দায়িত্ব পালন করার কথা। এর পর বাকিংহাম প্যালেসের ফটকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। তার পরই বিষয়টি প্রকাশ্যে আসার কথা। পাশাপাশি সমস্ত সংবাদমাধ্যমে একটি প্রেস রিলিজও পাঠানো হবে। একই সঙ্গে রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইটেও এই বার্তা দিয়ে একটি ঘোষণা হওয়ার কথা। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে আগামী দশ দিন বাকিংহাম প্যালেসেই রানির দেহ রাখা থাকবে। এর মাঝে ওয়েস্টমিনস্টার হলেও পাঠানো হবে তাঁর দেহ। সাধারণ মানুষ যাতে তাঁকে শ্রদ্ধা জানাতে পারেন, সেই জন্যই এই ব্যবস্থা। তার পরই রাষ্ট্রীয় স্তরের মর্যাদায় শেষকৃ্ত্য হবে। সেনাবাহিনী ও সরকার মিলে ওই সমাধির ব্যবস্থা করবে। বিশ্বের তাবড় রাষ্ট্রনায়কদের সেখানে আসার কথা। সেই দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে। ঠিক সকাল ৯টায় বেজে উঠবে বিগ বেন। সমাধির জন্য দুপুর ১১টা নাগাদ ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে দেহের পৌঁছনোর কথা। তার আগে গোটা দেশ নীরবতা পালন করবে।
প্রয়াত ব্রিটেনের রানি
বৃহস্পতিবার সন্ধে সাডে় ৬টায় বালমোরাল প্রাসাদে রানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেন, ‘‘আজ বিকেলে বালমোরাল প্রাসাদে শান্তিতে চোখ বুজেছেন রানি। আগামী কাল লন্ডনে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ।’’ রানির মৃত্যুতে কমনওয়েল্থ দেশগুিলতে ১০ দিনের শোক পালিত হবে বলে জানা গিয়েছে। পারিবারিক টানাপোড়েনেও হাসিমুখে বাকিংহাম প্যালেসের বারান্দায় এতদিন নিয়মিত দেখা দিতেন রানি। কিন্তু তিনি অসুস্থ বলে জানা যায় এ দিনই। এতটাই অসুস্থ তিনি যে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে সম্পূ্র্ণ বিশ্রামে রয়েছেন, বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) বদলে সেখানেই ডেকে পাঠিয়েছেন দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে, বলে জানানো হয় প্রাসাদের তরফে। সেখানে রানি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে বিবৃতি দেয় তারা। তবে সন্ধেয় সব শেষ।
আরও পড়ুন: স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কর্তব্যপথের উদ্বোধনে বিস্ফোরক মোদি