ফের ভাঙন, এবার নদিয়ার কুপার্সে দিলীপের সভায় দল ছেড়ে বিজেপিতে ২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
বিজেপিতে যোগ দিয়েই পুরনো দলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেছেন, গত বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী আবির বিশ্বাসকে আমার ওয়ার্ড থেকে লিড দিই, কিন্তু পরের বছর আমাকে টিকিট দেওয়া হয়নি, দল আমার সঙ্গে বেইমানি করেছে।

কুপার্স: ফের তৃণমূলে ভাঙন। লোকসভা ভোটে নদিয়ার রানাঘাট কেন্দ্র তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। এবার বিধানসভা ভোটের আগে নদিয়ার কুপার্সে তৃণমূলে ভাঙন ধরাল তারা।বৃহস্পতিবার কুপার্সে দিলীপ ঘোষের সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বিজেপিতে যোগদানকারী চম্পা মাঝি দু’বারের কাউন্সিলর, তাঁর স্বামী পরিতোষ মাঝি একবার কাউন্সিলর হন। তিনি কুর্পাস শহরের যুব তৃণমূলের কার্যকরী সভাপতি পদে ছিলেন।
বিজেপিতে যোগ দিয়েই পুরনো দলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেছেন, গত বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী আবির বিশ্বাসকে আমার ওয়ার্ড থেকে লিড দিই, কিন্তু পরের বছর আমাকে টিকিট দেওয়া হয়নি, দল আমার সঙ্গে বেইমানি করেছে।
পাল্টা দলত্যাগী নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কুপার্স শহর তৃণমূলের সভাপতি দিলীপ কুমার দাস। তিনি বলেছেন, পরিতোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বহু মানুষ অত্যাচারিত, দল দায় নেবে না বলেই ওঁকে আগের ভোটে প্রার্থী করা হয়নি। ও চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না। পাল্টা স্থানীয় বিজেপির শহর সভাপতি দীপক দে-র দাবি, তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর সহ ৫০০ জন আমাদের দলে যোগ দিয়েছে তৃণমূলের ভাঙন শুরু হল।
২০১৬ সালের বিধানসভা ভোটে নদিয়া জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৩টিতে জিতেছিল তৃণমূল। কংগ্রেস তিনটি এবং সিপিএম একটি আসনে জয়ী হয়। বিজেপি একটিও আসন পায়নি। ২০১৯-এর লোকসভা ভোটে ছবিটা পুরো পাল্টে যায়। লোকসভা ভোটের ফলের নিরিখে নদিয়া জেলার ১৭টি বিধানসভা আসনের মধ্যে ১১টিতে এগিয়ে যায় বিজেপি। ৬টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। এবার বিধানসভা ভোটের মুখে কুপার্সে ভাঙন তৃণমূলের চাপ বাড়াবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।






















