Earthquake in Turkey: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, থরথর করে গোটা শহরজুড়ে ভয়াবহ কম্পন
Turkey Earthquake: বৃহস্পতিবার বিকেল ৩.৪৬ মিনিটের দিকে তুরস্কে রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.২। জানা গিয়েছে, স্থানীয় সময়ে বৃহস্পতিবার বিকেলে ভূমিকম্প হয়েছে।
ইএমএসসি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩.৪৬ মিনিটের দিকে তুরস্কে রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেদেশের কোনয়া থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্বে এই কম্পন অনুভূত হয়। রানের সরকারি সংবাদ সংস্থা ‘মেহর’ জানিয়েছে, রাজধানী আঙ্কারা শহরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের কুলু থেকে ১১-১৪ কিলোমিটার পূর্বে এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। ইরানের রাষ্ট্র-সমর্থিত মেহের সংবাদ সংস্থা জানিয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারা জুড়ে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
তবে কম্পনের আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পের বার বারই বিধ্বস্ত হয়েছে তুরস্ক। এর আগে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। কম্পনের এই ঘটনা আবারও তুরস্কবাসীর ভয়াবহ সেই স্মৃতিকে টাটকা করে তুলেছে। গত ২৩ এপ্রিল ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের ইস্তাম্বুল শহর। ইস্তান্বুলের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মারমারা সাগরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস।






















