Food Poisoning: মোমো খেয়ে মৃত্যু মহিলার, একই মোমো খেয়ে ভয়ঙ্কর অসুস্থ ২০ জন
Momo Food Poisoning: কয়েকজন দিল্লি মোমোস নামের একটি ফুড স্টল থেকে মোমো খেয়েছিলেন। যেটি নন্দীনগরের বানজারা পাহাড়ের চিন্তল বস্তিতে রয়েছে।
নয়া দিল্লি: বর্তমানে মোমো অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। স্ট্রিট ফুড থেকে পাঁচতারা রেস্তোরাঁ, সর্বত্রই এই আইটেমটি পাওয়া যায়। তবে এবার সেই জনপ্রিয় মোমো খেয়েই মৃত্যু হল ৩৩ বছর বয়সি এক মহিলার। ওই দোকানেরও মোমো খেয়ে ফুড পয়জনিংয়ের শিকার হয়েছেন আরও ১৫ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে ভর্তি।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বানজারা থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মোমো খেয়ে মৃত্যু হওয়া ওই মহিলার নাম রেশমা বেগম। তিনি নন্দীনগরের বাসিন্দা। রেশমা বেগম ও অন্যান্য আরও কয়েকজন দিল্লি মোমোস নামের একটি ফুড স্টল থেকে মোমো খেয়েছিলেন। যেটি নন্দীনগরের বানজারা পাহাড়ের চিন্তল বস্তিতে রয়েছে।
মোমো খেয়ে বাড়ি ফেরার পর থেকেই শরীর খারাপ করতে শুরু করে রেশমা দেবীর। মৃতার পরিজনেরা জানিয়েছেন, মোমো খেয়ে বাড়ি আসার পরই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। পাশাপাশি বমি, ডায়েরিয়া এবং প্রচণ্ড পেট ব্যথাও শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তিনি মারা যান।
আরও পড়ুন, 'একটু সভ্য হোন, আপনাদের জন্যই বদনাম হয়', বিমানে ভারতীয় যাত্রীদের উপর চটলেন এক প্রবাসী ভারতীয়
স্থানীয় থানায় মৃতার পরিজনেরা অভিযোগ জানান। এরপরই খাদ্য নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই দোকানে হানা দেন পুলিস। ইতিমধ্যেই দোকান থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে। জানা গিয়েছে, ওই দোকানের কাছে কোনও ফুড লাইসেন্সই ছিল না। এছাড়া খাবারও তৈরি হত অস্বাস্থ্যকর পরিবেশে। খাদ্যে বিষক্রিয়ার সঠিক কারণ নির্ধারণের জন্য ওই দোকানের মোমো খেয়ে হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ ব্যক্তিদের রক্ত এবং মল পরীক্ষার রিপোর্টও সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, বিহার থেকে আসা কয়েকজন ব্যক্তি মিলে ওই দোকানটি তৈরি করেছিলেন। তাদের মধ্যে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে