Mamata Banerjee: ‘জলসা’ থেকে ‘মাতোশ্রী’, মায়ানগরীতেও উৎসবের আমেজ, উদ্ধবের হাতেও রাখি বাঁধলেন মমতা
Uddhav Thackeray: বৃহস্পতিবার মুম্বইয়ে বিজেপি বিরোধী শিবির Indian National Developmental Inclusive Alliance (I.N.D.I.A)-এর তৃতীয় দফার বৈঠক রয়েছে। তার আগে বুধবার বিকেলেই মুম্বই পৌঁছে যান মমতা।

মুম্বই: আদ্যোপান্ত রাজনৈতিক কারণে মুম্বইয়ে যাত্রা। কিন্তু সাগরপাড়েও রাখি পূর্ণিমা পালন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মায়ানগরীতে পৌঁছে প্রথমেই অমিতাভ বচ্চনকে রাখি বাঁধতে 'জলসা'য় উপস্থিত হন মমতা। সেখান থেকে বেরিয়ে বিশ্রাম নেওয়ার পরিবর্তে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (UBT) প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বাড়ি 'মাতোশ্রী'তে হাজির হন। সেখানে উদ্ধবের হাতেও রাখি পরিয়ে দেন মমতা। (Rakhi Purnima)
বৃহস্পতিবার মুম্বইয়ে বিজেপি বিরোধী শিবির Indian National Developmental Inclusive Alliance (I.N.D.I.A)-এর তৃতীয় দফার বৈঠক রয়েছে। তার আগে বুধবার বিকেলেই মুম্বই পৌঁছে যান মমতা। সবার আগে বচ্চনদের বাসভবন 'জলসা'য় উপস্থিত হন। সেখান থেকে বেরিয়ে দেখা করেন উদ্ধব এবং তাঁর পরিবারের সঙ্গে। উদ্ধবের হাতে রাখি বাঁধেন মমতা।
তৃণমূলের তরফে উদ্ধবকে মমতার রাখি পরানোর ওই ছবি পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই ছবি পোস্ট করে লেখা হয়, 'বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরেজি এবং তাঁর পরিবারের সঙ্গে, মুম্বইয়ে তাঁদের বাসভবনে রাখি পালন করলেন। পরস্পরকে শুভেচ্ছা জানালেন, হাসিতে, আনন্দে কাটালেন দিনটি'। শিবসেনা (UBT)-র তরফেও ওই ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুম্বইয়ে তৃতীয় দফায় বৈঠকে বসছে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির। ১ সেপ্টেম্বর পর্যন্ত, দু'দিন ধরে চলবে এই বৈঠক এবং সমাবেশ। উদ্ধবের বাড়ি থেকে বেরনোর সময় এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে মমতা বলেন, 'হবে হবে, খেলা হবে'।
মুম্বইয়ে I.N.D.I.A শিবিরের তৃতীয় দফার বৈঠকে মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি। সেখানে বিরোধী শিবিরের ২৬টি দলকে দেখা যাবে। এছাড়াও নতুন কয়েকটি দল যোগ দিতে পারে বিরোধী জোটে। বৃহস্পতিবারে জোটের প্রতীকী চিহ্নও প্রকাশ করা হতে পারে। একে একে সব দলই পৌঁছতে শুরু করেছে মায়ানগরীতে।






















