এক্সপ্লোর
বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, মালদায় স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টা করল স্ত্রী ও প্রেমিক
আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে ৯০ শতাংশ পুড়ে গিয়েছে।

মালদা: মালদার মানিকচকে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তরা পলাতক।
স্থানীয় সূত্রে খবর, ভিন্ রাজ্যে শ্রমিকের কাজ করেন শিবনটোলা গ্রামের জগন্নাথ মণ্ডল। অভিযোগ, বেশ কিছুদিন ধরে গ্রামেরই যুবক মনোজ মণ্ডলের সঙ্গে জগন্নাথের স্ত্রী অর্চনার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন জগন্নাথ। এ নিয়ে বিবাদের জেরে সম্প্রতি বাপের বাড়িতে চলে যান তাঁর স্ত্রী। গতকাল রাতে শ্বশুরবাড়িতে ঢুকে প্রেমিকের সাহায্যে ওই বধূ ঘুমন্ত স্বামীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ।
আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। অর্চনা ও মনোজের বিরুদ্ধে মানিকচক থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















