এক্সপ্লোর
মধ্য ইতালিতে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬

রোম: ফের ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি। রবিবারের ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। আজকের ভূমিকম্পে ইতালির ছোট্ট শহর নর্সিয়ার একাধিক বাড়ি ও প্রাচীন গির্জা ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। গত সপ্তাহেও কেঁপে উঠেছিল ইতালির এই অঞ্চল। মার্কিন জিওলোজিক্যাল সার্ভের পক্ষ থেকে প্রথমে জানানো হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। পরে নিজেদের ভুল শুধরে মার্কিন জিওলোজিক্যাল সার্ভে জানায় আজকের ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল ৬.৬। তবে এখনও পর্যন্ত এই কম্পনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময়কার ছবি টিভির পর্দায় লাইভ ধরা হয়েছে। সেখানে দেখা গিয়েছে নর্সিয়া শহরের মাঝখানে থাকা একটি গির্জা ভেঙে পড়ছে। নর্সিয়ায় ভূমিকম্পের ফলে ঐতিহাসিক স্থাপত্ব সাধু বেনেডিকট-এর ব্যাসিলিকার মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ টাউনহলটিও। গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর, গত পাঁচদিনে মধ্য ইতালির এই ছোট্ট শহরে একাধিক কম্পন অনুভূত হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















