এবার ঘোড়াদের জন্য পাঁচতারা রিসর্ট কাতারে
দোহা: যখন বলা হয়, অমুক হোটেলটি পাঁচতারা, তখন স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেতে পারে তা সবই মানুষের ব্যবহারের জন্য। কিন্তু, কাতারের একটি বিলাসবহুল রিসর্ট খোলা হয়েছে, যেখানে মানুষ নয়, কেবলমাত্র ঘোড়াদের জন্য পাঁচতারা পরিষেবা মিলবে।
অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আল-শাকাব ঘোড়াশালে প্রায় ৭৪০ ঘোড়ার থাকার বন্দোবস্ত রয়েছে। আর, সেখানে ঘোড়াদের দেখভাল ও মনোঞ্জনের জন্য পাঁচতারা পরিষেবা দেওয়া হচ্ছে, একেবারে আক্ষরিক অর্থেই।
ওই রিসর্টে এসি ঘর, প্রাইভেট রেসট্র্যাক, ফিটনেস প্রোগ্রাম, গ্রুমিং সহ বিভিন্ন পরিষেবার সুবিধা পাবে ঘোড়াগুলি। রাজধানী দোহার ঠিক বাইরে তৈরি হওয়া এই রিসর্টটি দেখতেও ঘোড়ার নালের আকারে।
শুধু তাই নয়। ওই ঘোড়াশালে একটি অশ্ব শিক্ষা দফতরও খোলা হয়েছে। সেখানে ৬-১৮ বছর বয়সী কাতারবাসীকে ঘোড়ার জীবন ও পালন সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হয়। যাতে ভবিষ্যৎ প্রজন্মের ঘোড়সওয়ার তৈরি হয়।
এমনিতে, ঘোড়ার বিভিন্ন প্রতিযোগিতায় শিরোপা জেতার একটা সুনাম রয়েছে আল শাকাবের। বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া হর্স শো প্রতিযোগিতায় সোনা জিতেছে এখানকার ঘোড়া।