Afghanistan Taliban Crisis: কাবুলে জনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা, মৃত শিশু-সহ একাধিক
রবিবার আফগানিস্তানের কাবুলে ড্রোন হামলায় শিশু-সহ বেশ কয়েকজন আফগান নিহত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে।
কাবুল: চারদিনের মাথায় কাবুলে ফের বিস্ফোরণ। কাবুল বিমানবন্দরের কাছে জনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা। মৃত এক শিশু-সহ ছ’জন। আহত বেশ কয়েকজন। প্রসঙ্গত, বৃহস্পতিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণে ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
মাঝে ৪ দিনের ব্যবধান ছিল। ফের বিস্ফোরণে কাঁপল কাবুল। রবিবার আফগানিস্তানের কাবুলে ড্রোন হামলায় শিশু-সহ বেশ কয়েকজন আফগান নিহত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে। রাজধানী শহরের বিমানবন্দরে হামলার প্রস্তুতি নিয়ে সন্দেহভাজন একটি ইসলামিক স্টেট আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীকে হত্যা করেছে। সংবাদসংস্থা সিএনএন আত্মীয় এবং স্থানীয় সাংবাদিকের মন্তব্য উল্লেখ করে জানিয়েছে যে, কাবুলের একটি আবাসিক পাড়ায় একটি গাড়িকে লক্ষ্য করে ধর্মঘটে ছয় শিশু-সহ এক পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছে। সংবাদসংস্থাটি জানিয়েছে যে মৃতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটি দুই বছরের একটি মেয়ে।
শনিবার জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দর চত্বরে ফের সন্ত্রাসবাদী হামলা হতে পারে। এই মন্তব্যর কয়েকঘণ্টার মধ্যেই, রবিবার বিকেলে কাবুল বিমানবন্দরের খুব কাছে, খাজে বাঘরা এলাকায় বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা যায়, ঘনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়িতে রকেট জাতীয় কিছু এসে পড়ে। তার জেরেই বিস্ফোরণ হয়।
সূত্রের খবর, রকেট হামলার জেরে এক শিশু-সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহতও হয়েছেন আরও অনেকে। এরমধ্যেই প্রাথমিকভাবে খবর আসে, দায়েশ অর্থাৎ জঙ্গি সংগঠন IS এই হামলার দায় স্বীকার করেছে। কিন্তু, কিছুক্ষণ পরেই মার্কিন সামরিক বিভাগ সূত্রে দাবি করা হয়,বড়সড় আত্মঘাতী হামলা চালানোর জন্য একটি গাড়িতে IS-খোরাসানের জঙ্গিরা কাবুল বিমানবন্দর দিকে যাচ্ছিল। রাস্তাতেই এয়ার স্ট্রাইক করে গাড়িটিকে আটকানো হয়। তাঁদের আরও দাবি, দ্বিতীয় বিস্ফোরণের যে কথা বলা হচ্ছে, তা গাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত থাকাকেই প্রমাণিত করে।
যদিও, আলজারিরার দাবি, উত্তর কাবুলে একটি গাড়ি ও একটি বাড়িতে টার্গেট করে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।
এদিকে, আগামীকালই শেষ হচ্ছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা।এখনও কাবুলে রয়েছেন তিনশো মার্কিন নাগরিক। প্রায় ৪৫ হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে কাবুলের আকাশে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ছে। বাড়ছে আতঙ্ক। গতকালই আমেরিকা দাবি করে, বিস্ফোরক বোঝাই আত্মঘাতী আইএস জঙ্গিদের গাড়ি মাঝ রাস্তাতেই ড্রোন হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে।