(Source: Poll of Polls)
Afghanistan-Taliban Crisis: মার্কিন সামরিক বিমানে কন্যা সন্তানের জন্ম দিলেন আফগান মহিলা, সুস্থ মা ও সদ্যোজাত
এরইমধ্যে মধ্যপ্রাচ্য থেকে জার্মানির রামস্টেইন এয়ারবেসে যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানে সন্তানের জন্ম দিলেন এক আফগান মহিলা।
নয়াদিল্লি: আফগানিস্তান তালিবানের কব্জায় আসার পর সেখান থেকে বিভিন্ন দেশের নাগরিকরা সে দেশ ছাড়ছেন। সেইসঙ্গে অনেক আফগান নাগরিকও তালিবান শাসনের নাগপাশ এড়াতে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন। এরইমধ্যে মধ্যপ্রাচ্য থেকে জার্মানির রামস্টেইন এয়ারবেসে যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানে সন্তানের জন্ম দিলেন এক আফগান মহিলা।
জানা গেছে, বিমানে চড়ার অল্প সময় পরেই ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়। গর্ভাবস্থাজনিত অসুস্থতায় ওই মহিলার ভোগার খবর জানতে পারার সঙ্গে সঙ্গেই ওই সামরিক বিমানের কমান্ডার বিমানটি কিছুটা নিচে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন। বিমানে যাতে বায়ুর চাপ বাড়ে সে জন্যই এই সিদ্ধান্ত নেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত ওই মহিলার শারীরিক অবস্থায় স্থিতিশীলতা আনা এবং তাঁর প্রাণরক্ষায় সহায়ক হয়। মার্কিন বায়ুসেনার পক্ষ থেকে রবিবার ট্যুইট করে এ কথা জানানো হয়েছে।
রামস্টেইনে অবতরণের পর মার্কিন চিকিৎসক কর্মীরা বিমানে ওঠেন এবং সেখানে কার্গো বে-তে সন্তানের জন্ম দেন ওই মহিলা। এরপর সদ্যোজাত শিশুকন্যা ও ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সদ্যোজাত শিশুকন্যা ও ওই মহিলা দুজনেই সুস্থ রয়েছেন বলে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
আফগানিস্তান থেকে লোকজনকে নিয়ে আসার পর জার্মানির এই ঘাঁটি ট্রানজিট পোস্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেসব আফগানিস্তান থেকে যাঁদের সরিয়ে আনা নিয়ে আসা হচ্ছে, তাঁদের মধ্যে কিছু লোকজনকে জার্মানিতে নিয়ে আসার ব্যাপারে বার্লিনের সবুজ সঙ্কেত মিলেছে। উল্লেখ্য, জার্মানিতে আমেরিকার বেশ কিছু সামরিক ঘাঁটি রয়েছে।
এক সপ্তাহ আগে তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে লোকজন সেই দেশ ছাড়ছেন। রবিবারই বিভিন্ন উড়ানে কাবুল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে তিনশোর বেশি ভারতীয় নাগরিককে। আফগানিস্তান থেকে আজ দেশে ফিরলেন ১৪৬ জন ভারতীয়। এখনও আটকে রয়েছেন অনেকে। সোমবার কাতার এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও ভিস্তারার বিমানে দেশে ফেরেন ১৪৬ জন। কাতারের সহযোগিতায় কাবুল থেকে তাঁদের প্রথমে দোহায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেরানো হয় ভারতে।