বোমাতঙ্কে লন্ডনে জরুরি অবতরণ মুম্বই-নেওয়ার্ক এয়ার ইন্ডিয়া বিমানের
১৯১ মুম্বই-নেওয়ার্ক বিমানের গতিপথ বদলে জরুরি অবতরণের কথা ট্যুইট করে জানায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যদিও পরে সেই ট্যুইট ডিলিট করে দেওয়া হয়।
লন্ডন: এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি অবতরণ! মুম্বই থেকে উড়ে নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরে নামার কথা ছিল এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৭৭ বিমানের। বোমাতঙ্কের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ নাগাদ সেই বিমানের জরুরি অবতরণ হল লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার বিমানকে এসকর্ট করে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন জেট। যার ফলে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তৃপক্ষ।
১৯১ মুম্বই-নেওয়ার্ক বিমানের গতিপথ বদলে জরুরি অবতরণের কথা ট্যুইট করে জানায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। যদিও পরে সেই ট্যুইট ডিলিট করে দেওয়া হয়।
উল্লেখ্য, লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর তাদের রানওয়ে খুলে দেওয়ার কথা জানিয়েছে। সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হওয়ার কারণে দুঃখও প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
#UPDATE pic.twitter.com/gR7zYeS14K
— London Stansted Airport (@STN_Airport) June 27, 2019
#UPDATE Our runway has now re-opened and is fully operational following a precautionary landing of Air India flight. We are sorry for any disruption caused by the incident and would like to thank you for your patience.
— London Stansted Airport (@STN_Airport) June 27, 2019