এক্সপ্লোর
Advertisement
অর্থনীতি বেহাল, সৌদি যুবরাজকে সোনার পাত বসানো অ্যাসল্ট রাইফেল উপহার পাকিস্তানের
ইসলামাবাদ: পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা চলছে, সন্ত্রাসবাদ দমনের ইস্যুতে প্রবল চাপ রয়েছে আন্তর্জাতিক মহলের। কিন্তু কুছ পরোয়া নেহি, সদ্য প্রথম সরকারি পাকিস্তান সফর করে যাওয়া সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনকে সোনার পাত বসানো অ্যাসল্ট রাইফেল উপহার দিয়েছে ইমরান খান সরকার।
পাকিস্তানের দি নিউজ ইন্টারন্যাশনাল সংবাদপত্রের খবর, পাকিস্তানের সেনেটের এক প্রতিনিধিদল রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করে। সেখানেই সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি তাঁর হাতে একটি পোট্রেট ও সোনার পাত বসানো বন্দুকটি তুলে দেন। প্রসঙ্গত, সৌদির যুবরাজই তাঁর দেশের প্রতিরক্ষামন্ত্রী।
পাকিস্তান-সৌদি আরব সম্পর্কে নতুন প্রাণ দেওয়ার ক্ষেত্রে ‘অসামান্য সমর্থন’ দেওয়ার জন্য সোমবার সলমনকে সর্বোচ্চ অসামরিক সম্মান ‘নিশান-ই-পাকিস্তান’ দিয়ে সম্মান জানায় ইসলামাবাদ।
ঘটনাচক্রে, গত জানুয়ারিতে অঢেল বিত্তশালী রাষ্ট্র সৌদির প্রিন্স ফাহদ বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ পাক প্রধানমন্ত্রীর অফিসে এসে তাঁকে উপহার হিসাবে দিয়েছিলেন একটি ‘সোনার কালাসনিকভ’, বুলেট। সোনার পাত লাগানো রাশিয়ান বন্দুক উপহারের সৌজন্যে মুগ্ধ ইমরান তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন সেজন্য।
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু ঘিরে ভারত, পাকিস্তান সম্পর্কে টেনশনের আবহেই ইসলামাবাদ সফর করেন সৌদি যুবরাজ। পাকিস্তানের ওপর আন্তর্জাতিক মহল চাপ দিয়েছে, আমেরিকার নেতৃত্বে বলেছে, পুলওয়ামা সন্ত্রাসের অপরাধীদের সাজা দিতে হবে। রবিবার পাকিস্তান, সৌদি আরবের মধ্যে ২০ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়, যা কিছুটা স্বস্তি দিতে পারে প্রবল অর্থাভাবে সঙ্কটে পড়া পাকিস্তান সরকারকে। পাশাপাশি পাকিস্তান আইএমএফের সঙ্গেও বোঝাপড়া করছে বহু বিলিয়ন ডলারের প্যাকেজের জন্য যাতে সঙ্কট সামাল দেওয়া যায়। ঘনিষ্ঠ বন্ধু চিনও পাকিস্তানকে আর্থিক সাহায্য দিতে আগ্রহী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement