এক্সপ্লোর
ডোকলাম নিয়ে প্ররোচনামূলক পদক্ষেপ নিয়েছে চিন: মার্কিন কংগ্রেস সদস্য

ওয়াশিংটন: ভারত ও চিনের মধ্যে ডোকালাম অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন কংগ্রেসের এক সদস্য। তিনি বলেছেন, চিনের প্ররোচনামূলক পদক্ষেপের জন্যই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। ইলিনোয়েস থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি কিছুদিন আগেই ভারত সফরে এসেছিলেন। ওই সংক্ষিপ্ত সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন। তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে ডোকলাম অচলাবস্থা নিয়ে মোদীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলে জানিয়েছেন কৃষ্ণমূর্তি। সিকিম সেক্টরের চলতি অচলাবস্থা নিয়ে অবশ্য আমেরিকা নীরবতা বজায় রেখেছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, এ ব্যাপারে তাঁরা খবর দেখেছেন। এর বাইরে অন্য কোনও মন্তব্য করেননি তিনি। গতমাসেও এ ধরনের বিষয়টি নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছিল ওয়াশিংটন। যদিও মার্কিন বিশেষজ্ঞরা আগ্রাসী ভূমিকা নেওয়ার জন্য চিনের সমালোচনায় সরব হয়েছেন। ডোকলাম অচলাবস্থা সম্পর্কে তাঁর মতামত প্রসঙ্গে মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য কৃষ্ণমূর্তি বলেছেন,তিনি সমস্যার কূটনৈতিক সমাধানেরই আর্জি জানাচ্ছেন। কূটনৈতিক উপায়ে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে বলেও তিনি আশাবাদী। মার্কিন কংগ্রেস সদস্য আরও বলেছেন, এক্ষেত্রে কোনও দেশেরই প্ররোচনামূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















