এক্সপ্লোর
Advertisement
মস্তিষ্ক খুলে সার্জনরা শুরু করলেন অপারেশন, আচমকা খেয়াল, রোগী পাল্টে গিয়েছে
নাইরোবি: মস্তিষ্কে জমে থাকা রক্তপিণ্ড সরাতে অপারেশনের দরকার ছিল। কিন্তু এক রোগীর অস্ত্রোপচার করতে গিয়ে ভুল করে অন্য রোগীর মস্তিষ্ক খুলে ফেললেন কেনিয়ার কেনিয়াট্টা ন্যাশনাল হসপিটালের চিকিৎসকরা। কয়েক ঘণ্টা ধরে চলল অপারেশন। তারপর আবিষ্কার, যাব্বাবা, রক্তপিণ্ডটা কই!
এই ঘটনায় নাইরোবির ওই হাসপাতালের এক নিউরো সার্জনকে সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে সাসপেন্ড হয়েছেন এক ওয়ার্ড নার্স, অপারেশন থিয়েটারে রোগীকে আনার দায়িত্বে থাকা আর এক নার্স ও অ্যানাসথেসিস্ট। হাসপাতালের সিইও ও ডিরেক্টরকেও তদন্তের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, দুই রোগীর পরিচয় গুলিয়ে ফেলেন চিকিৎসকরা। মস্তিষ্কে জমাট বাঁধা রক্তপিণ্ড সরাতে যাঁর অপারেশন তাঁরা করেন, তিনি হাসপাতালে ভর্তি হন মস্তিষ্ক ফোলার সমস্যা নিয়ে। ওষুধেই তা সেরে যাওয়ার কথা, অপারেশন নিষ্প্রয়োজন। কিন্তু পরিচয় গুলিয়ে ফেলায় কয়েক ঘণ্টা ধরে চলে অপারেশন, তারপর দেখা যায়, মাথায় রক্তপিণ্ড টিণ্ড কিচ্ছু নেই।
সৌভাগ্যক্রমে সুস্থ রয়েছেন অস্ত্রোপচারের শিকার হওয়া রোগী। আর যাঁর মাথায় আসলে অস্ত্রোপচারের কথা ছিল, তাঁরও অবস্থার আচমকা উন্নতি ঘটেছে, ফলে ছুরি কাঁচির তলায় নাও যেতে হতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য অস্বীকার করেছে যাবতীয় কেলেঙ্কারির কথা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement